এক বছরেরও বেশি সময় ধরে স্থগিত থাকার পরে রবিবার রাতে পুনরায় পরীক্ষামূলকভাবে জম্মু-কাশ্মীরের দুটি জেলায় চালু করা হলো হাইস্পিড 4জি মোবাইল ইন্টারনেট সার্ভিস। রবিবার জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব জানিয়েছেন যে, 4জি সার্ভিস বর্তমানে সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং আপাতত এটি জম্মু-কাশ্মীরের গান্দেরবল এবং উধমপুর অঞ্চলে চালু থাকবে। রবিবার রাত ৯টা থেকে এই সার্ভিস চালু করা হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ৮ সেপ্টেম্বর অবধি এই নির্দেশ কার্যকরী হবে।
সুপ্রিমকোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল যাতে তারা বিবেচনা করে দেখে, যে কিভাবে জম্মু-কাশ্মীরের সুরক্ষা অক্ষুন্ন রেখে সেখানে 4জি ইন্টারনেট কানেক্টিভিটি চালু করা যায়। তারই পরিপ্রেক্ষিতে, কিছুদিন আগে জম্মু-কাশ্মীর প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে জানায় যে তারা জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের ২০ টি জেলার মধ্যে ২ টি জেলায় পরীক্ষামূলকভাবে এই সার্ভিস চালু করার পরিকল্পনা করছে। এই অঞ্চলগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্রতা কম। এই কারণেই মূলত এই দুটি অঞ্চলকে নির্বাচন করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। এরপর নতুন নিয়ম কার্যকরের জন্য তারা একটি বিশেষ কমিটিও গঠন করে। সেই কমিটির আর্জিতে সাড়া দিয়েই সুপ্রিমকোর্ট রবিবার এই বিশেষ অন্তর্বর্তী রায় ঘোষণা করে।
এই অন্তর্বর্তী রায়ে জানানো হয়, পোষ্টপেইড সাবস্ক্রাইবারদের জন্য সবার আগে এই হাইস্পিড ইন্টারনেট সার্ভিস চালু করা হবে। যারা প্রিপেইড গ্রাহক রয়েছেন তাদের আগে ভেরিফিকেশন করাতে হবে। তারপরেই তাদের কাছে হাইস্পিড ডাটা ফেসিলিটি চালু করা হবে। শুধু তাই নয়, ফিক্সড লাইন ইন্টারনেট কানেক্টিভিটির ক্ষেত্রেও কোনরকম স্পিড রেস্ট্রিকশন থাকছে না।
তবে, জম্মু-কাশ্মীরের অন্যান্য জেলাগুলিতে এখনো 2জি ইন্টারনেট চলবে। সেখানে কবে আবার পুনরায় হাইস্পিড কানেক্টিভিটি চালু করা হবে সে বিষয়ে এখনো কোনো রকম সদুত্তর দেওয়া হয়নি। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের গৃহসচিব শালীন কাবরা এ বিষয়ে জানিয়েছেন,” জম্মু-কাশ্মীরের দুটি জেলা উধমপুর এবং গান্দেরবলে ট্রায়াল বেসিসে হাই স্পিড মোবাইল ডেটা সার্ভিস চালু করা হলো। তবে বাকি অঞ্চলগুলিতে এখনো ইন্টারনেট স্পিড রেস্ট্রিকশন 2জি থাকবে। আগামী ৮ সেপ্টেম্বর অবধি এই নিয়ম বহাল থাকবে।”
প্রসঙ্গত জানিয়ে রাখি, গতবছর আগস্ট মাসে ভারতে আর্টিকেল ৩৭০ রদ করা হয় এবং তার বিশেষ মর্যাদাও রদ করা হয়। তারপরেই দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখের জন্ম হয়। এরপরেই নিরাপত্তা এবং অশান্তি এড়ানোর যুক্তিতে ৫ আগস্ট থেকে সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত সরকার। আটক করা হয় রাজনৈতিক নেতাদের। এ বছর জানুয়ারি মাসে জম্মু-কাশ্মীরে ইন্টারনেট কানেকশন চালু করা হয় তবে স্পিড ছিল 2জি-তেই সীমিত। তবে আবার এতদিন পরে 4জি ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় বর্তমানে বেশ খুশি উধমপুর এবং গান্দেরবলের বাসিন্দারা।