Oppo সম্প্রতি Oppo Reno 5 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আপনিও যদি Oppo এর এই ফোন কিনতে চান তবে এটি আপনার জন্য একটি অফার হতে পারে। গ্রাহক ই-কমার্স সাইট Flipkart এ Mobile Bonanza সেলে Oppo এর এই ফোনকে কিনতে পারবেন বাম্পার ছাড়ের সাথে। এছাড়া রয়েছে EMI এর বিকল্প ও।
Oppo Reno 5 Pro 5G এর দাম এবং অফার
Oppo Reno 5 Pro 5G এর দাম ৩৫,৯৯০ টাকা। এই দামের ফোনটিতে পাওয়া যাবে ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ। গ্রাহক যদি এই ফোনে ICICI ব্যঙ্কের কার্ড ৩,৫০০ টাকার ডিসকাউন্ট পাবেন। এছাড়া রয়েছে ৩,০০০ টাকার নো কস্ট ইএমআই বিকল্প ও।
স্পেসিফিকেশন
এই স্মার্টফনে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে। সেখানেই এই ফোনে গ্রাহক পাবেন ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। ফোনটিকে চালানোর জন্য এই ফোনে দেওয়া হয়েছে Dimensity 1000+ প্রসেসরের চিপসেট।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফনে রয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৪,৩৫০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ৬৫ w ফাস্ট চার্জিং এর সাপোর্ট।