জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে নতুন Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে বাজেট ফোন Infinix Smart 4 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
এই ফোনটিকে সেলে গ্রাহক কিনতে পারবেন ২,০০০ টাকা ছাড়ের সাথে। ৩ জিবি+৩২ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। তবে ৭৯৯৯ টাকার ফোনটিকে গ্রাহক ৫৪৯ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ৭,৪৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
স্পেসিফিকেশন
Infinix এর এই নতুন ফোন Smart 4 তে দেওয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৩ জিবি র্যামের এবং ৩২ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২৫ প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে