চালু হওয়ার ৮ দিনের মধ্যে ১ লাখ মানুষের কাছে পৌঁছে দিয়েছে ‘দিদির দূত’ অ্যাপ। শাসক শিবিরের পক্ষে টুইটে সাফল্যের এই কথা তুলে ধরা হয়েছে। ভোটের আগে ‘দিদি’ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি যোগাযোগের জন্য এই অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছে শাসক শিবির।
চলতি মাসের ৪ তারিখ চালু হয় ‘দিদির দূত’ অ্যাপ। অ্যাপ ব্যবহারকারী গ্রাহকরা সরাসরি দিদির সাথে লাইভে যোগাযোগ করতে পারবেন বলেও জানা গিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে বাংলার দিদি তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ইতিমধ্যেই লাখ মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন। দাবি শাসক দলের।
ভোটের দিন ঘোষণা না হলেও সব রাজনৈতিক দলই প্রচার চালাচ্ছে জোরকদমে। প্রচারের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্লাটফর্ম গুরুত্ব পাচ্ছ। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতে শাসক শিবিরের একটি প্রচেষ্টা। ‘দিদি’র সঙ্গে যোগাযোগ ছাড়াও সাম্প্রতি বিভিন্ন ঘটনাবলীর সর্বশেষ আপডেট পাওয়া যাবে এই অ্যাপে। রাজ্যের উন্নয়নের সম্পর্কিত নানান উদ্যোগ নিয়েও সুনির্দিষ্ট তথ্যও মিলবে এই অ্যাপে। ব্যবহারকারীরা তাঁদের সমস্যাগুলি সরাসরি দিদির কাছে লিখেও জানাতে পারবেন। অ্যাপটি “গুগল প্লে” স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।