ZTE, ভারতে চীনের দ্রব্য বর্জন অভিযান এবং BSNL এর 4জি সম্প্রসারণ সমস্যার জেরে এই ব্র্যান্ডের নামের সঙ্গে এখন সবাই মোটামুটি পরিচিত। গত সপ্তাহে এই ব্র্যান্ডের একটি নতুন স্মার্টফোন ( মডেল নম্বর ZTE A2121 ) অনেকগুলি সার্টিফিকেশন ওয়েবসাইটে উঠে আসে। তখন থেকেই মনে করা হচ্ছিল, যে এই ব্র্যান্ড তাদের অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন ZTE Axon 10 Pro 5G এর উত্তরসূরিকে মার্কেটে নিয়ে আসতে চলেছে। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার জানিয়েছিলেন যে, এই নতুন স্মার্টফোন হবে একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত স্মার্টফোন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, ZTE চীনের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Weibo তে তাদের নতুন স্মার্টফোনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করে দিল। Axon সিরিজের পরবর্তী এই স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে Axon 20 5G এবং আগামী ১ সেপ্টেম্বরে এই স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।
এই স্মার্টফোন বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত স্মার্টফোন নয়, কিন্তু এটি বিশ্বের সর্বপ্রথম বিক্রয় যোগ্য আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত স্মার্টফোন। এর আগে চীনের স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত স্মার্টফোনের একটি ডেমো ইউনিট তৈরি করেছিল। তবে ওই ইউনিটটি এখনো অবধি বাজারে নিয়ে আসা হয়নি। বর্তমানে ZTE কোম্পানির এই নতুন স্মার্টফোনটি আসা মাত্রই ইলেকট্রনিক্স মহলে সাড়া ফেলে দিয়েছে।
ডিসপ্লে –
এই স্মার্ট ফোনের ডিসপ্লে তৈরি করেছে VisionOx, এবং এটি হলো চীনের অন্যতম বড় OLED নির্মাতা কোম্পানি। কোম্পানি ইতিমধ্যেই আন্ডার ডিসপ্লে ক্যামেরার সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছে এবং তারা জানিয়েছে যে, এই ক্যামেরা তার লেন্সের চারিদিকের পিক্সেল অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন করে ছবি তুলবে। কিন্তু যারা ১০৮০p অথবা 4K ইমেজ কোয়ালিটি পছন্দ করেন তাদের কাছে হয়তো এই স্মার্টফোনে একটু খারাপ মনে হতে পারে।
সম্ভাব্য স্পেসিফিকেশন –
স্পেসিফিকেশন এর ব্যাপারে সম্পূর্ণরূপে কিছু এখনো জানানো হয়নি। তবে চীনের লিস্টিং ওয়েবসাইট TENAA তে এই স্মার্ট ফোন কিছুদিন আগে দেখা গিয়েছিল। সেখানে এই স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশন লিক হয়েছে। এর মধ্যে অন্যতম ৬.৯২ ইঞ্চি OLED স্ক্রীন, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন এর ৭৬৫জি প্রসেসর। আগামী ১ লা সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পরে আমরা এই স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ব্যাপারে আপনাকে জানাতে পারব।