আগামী ২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির বহু প্রতীক্ষিত স্মার্ট ফোন Redmi 9A। শুক্রবার তার সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই ব্যাপারে ঘোষণা করেছে শাওমি কর্তৃপক্ষ। এই স্মার্টফোনটি হতে চলেছে Redmi 9 সিরিজের তৃতীয় স্মার্ট ফোন। এর আগে লঞ্চ হওয়া Redmi 9 এবং Redmi 9 Prime ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্মার্টফোন ভারতে কিরকম স্পেসিফিকেশন নিয়ে আসবে সে ব্যাপারে এখনও সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে, বিগত জুন মাসে মালয়েশিয়াতে এই স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে এই স্মার্টফোনের ভারতীয় ভার্সনটি একই রকম স্পেসিফিকেশন নিয়ে আসবে।
স্পেসিফিকেশন –
এই নতুন Redmi 9A স্মার্টফোনে আপনারা ডুয়াল সিম সাপোর্ট পাবেন। এর সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড ১০ এবং এম আই ইউ আই ১১ সাপোর্ট। ফোনে দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে যার আস্পেকট রেশিও ২০:৯। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক helio G25 প্রসেসর এবং ৩ জিবি RAM। তবে মনে করা হচ্ছে ভারতের প্রয়োজন অনুযায়ী এই স্মার্টফোনের একটি ৪ জিবি RAM মডেল নিয়ে আসা হতে পারে।
ক্যামেরার দিক থেকে, এই নতুন Redmi 9A স্মার্টফোনে থাকছে চলেছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনে দেওয়া হচ্ছে ৫,০০০ mAh ব্যাটারি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে আপনারা মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। সঙ্গে থাকছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে মনে করা হচ্ছে ভারতের জন্য একটি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেল আনা হবে।
দাম –
ভারতে এখনও অব্ধি এই স্মার্টফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই স্মার্টফোনের ২জিবি RAM এবং ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম হবে ৬,৫০০ টাকার কাছাকাছি। এছাড়াও আরও দুটি মডেল আসতে পারে ভারতে এই স্মার্টফোনের। এই ফোনগুলি আপনারা পাবেন নেচার গ্রীন, সি ব্লু, এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে।