চীনের মোবাইল ব্র্যান্ড শাওমি রোল আউট করতে শুরু করলো তাদের বহু প্রতীক্ষিত MIUI 12। ভারতে বর্তমানে এই আপডেট অনেক ফোনে দেওয়া শুরু করা হয়েছে। এই মাসের মধ্যেই এই ফোনগুলো Miui 12 আপডেট পাবে। নতুন ইউজার ইন্টারফেস, ওয়াল পেপার, অ্যাপ ড্রয়ার ( যা শাওমি কোম্পানির ফোনে এতদিন ছিল না ), আল্ট্রা ব্যাটারি সেভার মোড সবমিলিয়ে এই আপডেট আপনার ফোনকে অন্য মাত্রা দেবে বলে মতামত সংশ্লিষ্ট মহলের। শুধু তাই নয়, শাওমি তাদের এই আপডেট নিয়ে আমাদের জানিয়েছে, যে এই আপডেট চলে আসার পরে ফোনে ৫% ব্যাটারি বাকি থাকলেও তা আপনাকে ৫ ঘন্টার সাপোর্ট দিয়ে পারবে। আসুন দেখে নিই ভারতের কোন কোন স্মার্টফোন গুলি সবার আগে MIUI 12 আপডেট পেতে চলেছে –
ফোনগুলি এবং স্পেসিফিকেশন –
১. Xiaomi Mi 10 – শাওমীর এই ৫জি স্মার্টফোনে আপনারা সবার আগে পাবেন Miui 12 আপডেট। কোয়ালকমের স্নাপড্র্যাগণ ৮৬৫ প্রসেসর, ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং ম্যাজিক ক্লোন ফিচার নিয়ে এই ফোন ইতিমধ্যেই ভারতের বাজারে সাড়া ফেলে দিয়েছে।
২. Xiaomi Redmi Note 9 – ১১,৯৯৯ টাকার স্টার্টিং প্রাইসে মিডিয়াটেক হেলিও G85 অক্টা কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম নিয়ে এই স্মার্টফোন ভারতের মার্কেটে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। তার মধ্যে এখন MIUI 12 আপডেট এসে গেলে এই ফোন আরো ভালো হয়ে উঠবে।
৩. Xiaomi Redmi Note 9 Pro – ১৩,৯৯৯ টাকা মূল্যের এই স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং ৫,০২০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
৪. Redmi Note 8 – এই ফোনে পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। কোয়ালকমের ৬৬৫ অক্টা কোর প্রসেসর আছে এই স্মার্টফোনে এবং এই ফোনে থাকছে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।
৫. Redmi Note 8 Pro – এই ফোনের স্টার্টিং প্রাইস হতে চলেছে ১৫,৯৯৯ টাকা এবং এতে থাকছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। স্মার্টফোন চলছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসরে। এবং এই ডিভাইসে থাকছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৬. Redmi Note 7 – স্নাপড্রাগন ৬৬০ প্রসেসর এবং ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ এই স্মার্টফোন বাজার বেশ জনপ্রিয়। এই ফোনটির স্টার্টিং প্রাইস মাত্র ১১,৪৯০ টাকা। এত কম দামে এই স্পেসিফিকেশনের জন্যেই এই স্মার্টফোন এতটা জনপ্রিয়। এই ফোনে MIUI 12 আপডেট আসলে এই ফোন আরো ভালো হয়ে উঠবে বলে মনে করছেন সকলে।
৭. Redmi Note 7 Pro – এই স্মার্টফোন চলে কোয়ালকমের স্ন্যাপ ড্রাগন ৬৭৫ প্রসেসরের উপরে। এছাড়া আছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এবং ৪,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ফ্লিপকার্ট থেকে এই ফোন আপনারা ১০,৯৯৯ টাকার স্টার্টিং প্রাইসে কিনতে পারেন।