চীনা কোম্পানি Xiaomi খুব শীঘ্রই ভারতের বাজারে নয়া বাজেট লেভেল স্মার্টফোন Redmi 9A লঞ্চ করার ঘোষণা করেছে। Redmi 7A ও Redmi 8A এর সাফল্যের পর Redmi 9A লঞ্চ করে ভারতের বাজারে এন্ট্রি লেভেল স্মার্টফোন সেগমেন্টে নিজেদের আধিপত্য কায়েম করে রাখতে চাইছে Xiaomi। কোম্পানি একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে আগামী ৪ ই সেপ্টেম্বর, ভারতের বাজারে Redmi 9A লঞ্চের কথা ঘোষণা করেছে। প্রত্যেকবারের মতই শাওমির বাজেট লেভেল স্মার্টফোনটি ভারতের আগে মালয়েশিয়াতে জুন মাসেই লঞ্চ হয়ে গেছিল।
আসুন নয়া Redmi 9A স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্বন্ধে জেনে নিন:
Redmi 9A স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর থাকবে। দুই রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি MIUI12 ইউজার ইন্টারফেরেন্স এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে।
এরপর আসা যাক, Redmi 9A স্মার্টফোনটির ক্যামেরা সম্বন্ধে। ফোনটির পিছনে f/২.২ অ্যাপারচার-সহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এছাড়া সেলফি তোলার জন্য রয়েছে f/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে শক্তিশালী ৫০০০ mAh এর একটি ব্যাটারি আছে যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ৩.৫ মিমির হেডফোন জ্যাক পোর্টও থাকবে।
Redmi 9A স্মার্টফোনটির দাম সম্বন্ধে জানলে আপনারা বেশ অবাক হবেন। এন্ট্রি লেভেল স্মার্টফোনটির ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এর দাম ৬৭৯৯ টাকা। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজে এই ফোন কেনার খরচ ৭৪৯৯ টাকা। স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। সেগুলি হল- নেচার গ্রীন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। আগামী ৪ ই সেপ্টেম্বরের দুপুর ১২ টা থেকে অ্যামাজন ও Mi স্টোর থেকে গ্রাহকরা ফোনটি কিনতে পারবেন।