২০২০ বছরটি ভিভোর জন্য বেশ ভাল যাচ্ছে। এই বছর ভিভোর বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। আর এবারে ভিভো মার্কেটে আনতে চলেছে তাদের অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন Vivo Y19 এর পরবর্তী ভার্সন Vivo Y20। ভিভোর ইন্দোনেশিয়ার অংশটি এই স্মার্টফোন লঞ্চের ব্যাপারে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
ইতিমধ্যেই বেঞ্চমার্কে এই স্মার্ট ফোন লিস্ট করা হয়েছে। এখান থেকে জানা গেছে, এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৪ জিবি RAM এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টাকোর প্রসেসর। এছাড়াও থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম এবং ভিভোর নিজস্ব ফানটাচ ওএস স্কিন।
এই স্মার্টফোনের মডেল নাম্বার হতে চলেছে V2027 এবং গিকবেঞ্চে আমরা আই স্মার্টফোনকে দেখতে পেয়েছি ইতিমধ্যেই। এই স্মার্টফোনের গিকবেঞ্চের সিঙ্গেল কোর স্কোর ২৫২ এবং মাল্টি কোর স্কোর ১২৩৯ যা একটি মিড রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে বেশ ভালো।
ইতিমধ্যেই এই স্মার্টফোনের বিভিন্ন জায়গায় লিস্ট হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে এই স্মার্টফোনের আরো কিছু স্পেসিফিকেশন আমরা আপনাকে জানাবো।