এই করণা পরিস্থিতিতে লঞ্চ হয়েছে বেশকিছু নতুন স্মার্টফোন। পাশাপাশি আরও কয়েকটি ফোনের লঞ্চ হওয়ার কথা রয়েছে বর্তমানে। আগে যতটা মানুষ স্মার্টফোনের ওপর নির্ভরশীল ছিল তার থেকে এখন আরো অনেক বেশি রয়েছে। তাই স্মার্ট ফোন এখন সকলের প্রয়োজন হয়ে উঠেছে। স্কুল কলেজে ক্লাস করা থেকে শুরু করে, বন্ধুদের সাথে কথা বলা সবকিছু ক্ষেত্রেই স্মার্টফোন অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস বর্তমানে। অন্য সকলের মত আপনিও যদি এই সময় নতুন কিছু স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই এই পোস্টটাকে পড়ে নিন। কারণ স্মার্টফোন কেনার আগে নিম্নলিখিত ৬টি বিষয়ের দিকে খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক এই স্পেসিফিকেশন কিরকম হওয়া উচিত।
কি কি বিষয় আপনি খেয়াল রাখবেন –
১. প্রসেসর – ফোনের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় হলো প্রসেসর। তাই নতুন স্মার্ট ফোনের প্রসেসর ভালো আছে কিনা তা অবশ্যই দেখবেন। যদি আপনি প্রকৃতপক্ষে গেম খেলার জন্য স্মার্টফোন কিনতে চান তাহলে, সেই স্মার্ট ফোনের প্রসেসর অত্যন্ত ভালো হওয়া প্রয়োজন। কারণ যত বেশি গেম খেলবেন ততবেশি প্রসেসর ব্যবহার হবে। তাই গেমের জন্য ফোন কিনতে হলে অবশ্যই আগে প্রসেসর দেখুন।
২. র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ – ফোনের ক্ষেত্রে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ হলো ফোনের র্যাম এবং স্টোরেজ। ফোনে যত বেশি র্যাম থাকবে ফোন তত কম হ্যাং হবে। তাই নতুন ফোন কেনার সময় অবশ্যই ৬ জিবি অথবা ৮ জিবি র্যাম যুক্ত ফোন কিনুন। ইন্টারনাল স্টোরেজ খুব গুরুত্বপূর্ণ না হলেও, যদি আপনি ফোনে ভারী অ্যাপ্লিকেশন চালান তাহলে ইন্টারনাল স্টোরেজ প্রয়োজন পড়ে। তাই অবশ্যই আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ন্যূনতম ৬৪ জিবি রাখবেন।
৩. ক্যামেরা – এখন সেলফি তুলতে কে না চায়! তাই ক্যামেরা কোয়ালিটি অবশ্যই যেকোনো স্মার্টফোনের ভালো হওয়া প্রয়োজন। না হলে সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি কমে যেতে পারে। এখনকার দিনের স্মার্টফোনে ডাবল ট্রিপল এবং কোয়াড ক্যামেরা আকছার দেখা যায়। তবে, যদি নতুন ফোন কিনতে চান তাহলে অবশ্যই ক্যামেরা কোয়ালিটি দেখে নেবেন, যদি ছবি তোলা আপনার প্রাইমারি প্রায়োরিটি হয়।
৪. ডিসপ্লে – এখনকার দিনের যে সমস্ত ফোন মার্কেটে উপলব্ধ, তাতে কম করে হলেও HD+ রেজিলিউশন যুক্ত স্ক্রীন দেখা যায়। কিন্তু অনেক সময় এই রেজুলিউশনের স্ক্রীন অতটা ভাল হয় না। বিশেষ করে যদি আপনি আপনার স্মার্টফোনে বিভিন্ন ধরনের কনটেন্ট যেমন সিনেমা ভিডিও দেখতে চান সে ক্ষেত্রে এই স্ক্রিন অতটা ভালো নয়। তাই যখন নতুন ফোন কিনতে যাবেন, দেখে নেবেন সেই ফোনে যেন অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। কারণ অ্যামোলেড ডিসপ্লে আপনার কনটেন্টের এক্সপেরিয়েন্স অনেক ভালো করে দেবে।
৫. ডিজাইন – বর্তমান যুগে সমস্ত স্মার্টফোনের ডিজাইন মোটামুটি ভালো। তবুও আপনার প্রয়োজন অনুযায়ী, যথাযথ ডিজাইনের ফোন কিনবেন। খুব বেশি বড় আকারের ফোন কিনলে তার পকেট এ নিয়ে যেতে অসুবিধা হয়। তাই কম্প্যাক্ট ডিজাইনের ফোন বর্তমানে সবথেকে বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও যদি স্মার্টফোনের নচ ডিজাইন এবং গ্লাস ফিনিশিং থাকে তবে তো কোন কথাই নেই।
৬. ব্যাটারি – সবথেকে শেষে হলেও, সমান ভাবে গুরুত্বপূর্ণ স্মার্টফোনের ব্যাটারি। যদি আপনার স্মার্টফোনে ব্যাটারি বেশিক্ষণ না চলে তাহলে আর ফোনের বাকি জিনিস চালাবেন কিভাবে। তাই যদি ফোন কিনতে হয় তাহলে অবশ্যই ব্যাটারি ভালো আছে এরকম ফোন কিনবেন। কারণ যদি স্ক্রীন কোয়ালিটি অ্যামোলেড হয় তাহলে ব্যাটারির খরচ অনেকটা বেড়ে যাবে। তাই ন্যূনতম ৪,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন কিনবেন।