জনপ্রিয় চাইনিজ মোবাইল ব্র্যান্ড Tecno সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন Camon 16 সিরিজের স্মার্টফোন। আপাতত কেনিয়াতে এই স্মার্টফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই সিরিজে রয়েছে তিনটি স্মার্ট ফোন Camon 16, Camon 16 Pro, এবং Camon 16 Premier। আগামী মাসের মধ্যে এই তিনটি স্মার্টফোন ভারতে আসার সম্ভাবনা রয়েছে।
এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন চারটি রিয়ার ক্যামেরা, Mediatek Helio G90T চিপসেট এবং ৪,৫০০ mAh ব্যাটারি। সামনে রয়েছে ৬.৯” ফুল এইচডি প্লাস স্ক্রিন এবং ডুয়েল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা রেসোলিউশন ৪৮+৮ মেগাপিক্সেলের। এছাড়াও ফোনের ডানদিকে পাওয়ার বাটনের পাশে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
পিছনে আপনারা পাচ্ছেন Sony IMX686 ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়াও থাকছে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। অন্য দুটি ক্যামেরায় থাকছে ২ মেগা পিক্সেলের সেন্সর। এই দুটি ক্যামেরা আপনার নাইট ভিশন ফটো তুলতে কাজে লাগবে। এছাড়াও এই স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
বর্তমানে কেনিয়াতে এই স্মার্টফোনের ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়ে গেছে। এই ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে KES ২৮,৯৯৯ যা ভারতীয় মুদ্রায় ১৯,৫০০ টাকার কাছাকাছি। আশা করা যায় এই মাসের মধ্যে বাকি দুটি স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা জানতে পেরে যাব।