আগামী ২৭ আগস্ট দুপুর ১২ টায় লঞ্চ হতে চলেছে রেডমির নতুন স্মার্টফোন Redmi 9 । অ্যামাজন প্ল্যাটফর্মে এই স্মার্টফোন লন্চ হতে চলেছে আগামী সপ্তাহে। তার আগে, এই স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি একটি টিজারে। এই টিজার লঞ্চ করা হয়েছিল অ্যামাজন ওয়েবসাইটে। আমরা এখানে জানতে পেরেছি এই স্মার্টফোনে থাকবে অনেক বেশি RAM এবং অনেক বেশি স্টোরেজ। বিশেষজ্ঞদের ধারণা, এই স্মার্টফোনে আপনারা পেতে পারেন ৪ অথবা ৬ জিবি RAM এর বিকল্প। এবং থাকবে ৬৪ জিবি অথবা ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই স্মার্টফোন আপনারা কিনতে পারবেন mi.com ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে।
স্পেসিফিকেশন –
আজকেই রেডমি স্মার্ট ফোনের ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। এই স্মার্টফোনে থাকছে চলেছে একটি ডিউ ড্রপ নচ এবং সিঙ্গেল সেলফি ক্যামেরা। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনে এ আই ডুয়েল ক্যামেরা থাকছে। রেডমি জানাচ্ছে যে এই স্মার্ট ফোন ফটোগ্রাফি কিং হতে চলেছে। অর্থাৎ আপনার মোবাইল ফটোগ্রাফি এই স্মার্টফোনে অত্যন্ত উন্নত মাত্রায় পৌঁছাবে। আপনারা দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন এই স্মার্টফোনে।
পারফরমেন্সের জন্য হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকছে একটি বড় ডিসপ্লে যা আপনার ভিউয়িং এক্সপেরিয়েন্স আরও ভালো করবে। ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে AI ডুয়াল ক্যামেরা এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ৫ মেগা পিক্সেলের শুটার। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে বিশাল বড় ৫,০০০ mAh এর ব্যাটারি । এছাড়াও এই স্মার্টফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট সঙ্গে থাকছে MIUI 12 ইউজার ইন্টারফেস। আপনাদের জানিয়ে রাখি, এই স্মার্টফোন হতে চলেছে ভারতের প্রথম স্মার্টফোন যেটিতে থাকবে আউট অফ দা বক্স MIUI 12 সাপোর্ট।
শুধু তাই নয় এই স্মার্টফোনে থাকছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার স্ক্রীন রেসোলিউশন ১৬০০×৭২০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এছাড়াও থাকবে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর এবং ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।