পূর্ব ঘোষণা অনুযায়ী রিয়েলমি আজকে জানিয়ে দিলো তাদের পরবর্তী স্মার্টফোনের রিলিজের তারিখ। এই চিনা স্মার্টফোন কোম্পানি জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২ টো নাগাদ চীনে এই স্মার্ট ফোন লঞ্চ করা হবে।
এই নতুন লাইনআপে আপনারা পেয়ে যাবেন, 5G সাপোর্ট, এবং ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। এই সিরিজে, দুটি স্মার্টফোনের কথা আমরা জানতে পেরেছি Realme X7, এবং Realme X7 Pro। চীনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে একটি পোস্টার পাবলিশ করা হয়েছিল এই লঞ্চের বিষয়ে বিস্তারিত জানাতে।
সেই পোস্টারেই একটি নতুন স্মার্টফোনের ব্যাপারে ধারণা পাওয়া গেছে। ওই স্মার্টফোনে অত্যন্ত সরু বেজেল, আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও ওই পোস্টারে ১২০ হার্টজ ডিসপ্লের ব্যাপারেও জানানো হয়েছে। এছাড়াও এই পোস্টারে একটি কথা লেখা রয়েছে তবে তা চীনা ভাষায়।
ওই লাইনের অনুবাদ করলে দাঁড়ায়, ” হালকা ফ্ল্যাশ চার্জিং ফ্ল্যাগশিপ ফোন” অর্থাৎ আমরা আশা করতে পারি যে, পরবর্তী Realme X7 সিরিজের স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ চিপসেট এবং ১২৫ ওয়াট এর UltraDart চার্জিং ফিচার নিয়ে আসতে চলেছে।
এছাড়াও ওই পোস্টে আরো একটি লাইন রয়েছে চীনা ভাষায় লেখা, যা অনুবাদ করলে দাঁড়ায় ,” ফ্লেক্সিবল অ্যামোলেড স্ক্রীন। ” রিয়েল মির এই দুটি স্মার্টফোন X7 এবং X7 Pro কোনোদিক থেকেই ফোল্ডেবল স্মার্টফোন নয়। তাই, বিশেষজ্ঞদের মতামত, এই কথাটির মাধ্যমে রিয়েলমি বোঝাতে চেয়েছে, যে এই স্মার্টফোনটি কার্ভ এজ ডিসপ্লের সঙ্গে আসবে। এই স্মার্টফোনে ব্যাপারে আর বেশি কিছু তথ্য আমরা জানি না এখনো অবধি। ১ সেপ্টেম্বর লঞ্চ হলে এই নতুন স্মার্টফোনের ব্যাপারে আমরা আরো বেশি স্পেসিফিকেশন আপনাদের দিতে পারব।