কিছুদিন আগে কোম্পানি লঞ্চ করেছিল Realme Narzo সিরিজের আরও এক ফোন। আপনি যদি নতুন একটি 5G ফোন কেনার কথা ভেবে থাকেন তবে এই ফোনটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে, এই ফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ, সাথে রয়েছে বড় স্ক্রিন এবং বড় ব্যাটারি। চলুন জানা যাক ফোনটির দাম এবং ফিচার ,
দাম
Realme এর এই ফোনে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিকল্প। সেটির দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। সেখানেই গ্রাহক ৮ জিবি বিকল্পটিকে কিনতে পারবেন ১৯,৯৯৯ টাকায়।বলা বাহুল্য, যদি গ্রাহক ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে পাবেন ১,০০০ টাকার ছাড়ও।
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৮০০ইউ। সেখানে গ্রাহক পাবেন ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। সাথে রয়েছে ৬ জিবি এবং ৮ জিবি র্যামের বিকল্পও।
এইবার কথা বলা যাক ক্যামেরার। এই ফোনে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ mp সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ৩০ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্টও।