চিনা স্মার্টফোন কোম্পানি Realme ভারতে খুব কম সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই কোম্পানিটি লঞ্চ করেছে তাদের একেবারে নতুন ডিভাইস Realme 7 এবং 7 pro। পাশাপাশি, বর্তমানে এই কোম্পানির আরও দুটি স্মার্টফোন Realme 6 এবং Realme 6i বাজারে বেশ ভালোভাবে বিক্রি হচ্ছে। বর্তমানে এই স্মার্টফোনের দাম ১,০০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন আপনারা আরও সস্তায় বাড়ি নিয়ে যেতে পারবেন, Realme বেস্ট সেলার Realme 6 ও 6i।
বর্তমান দাম –
লঞ্চ হবার পর থেকে Realme 6 স্মার্টফোনের দাম বেশ কয়েকবার বৃদ্ধি পেয়েছে। প্রথমে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল ১২,৯৯৯ টাকার স্টার্টিং প্রাইসে। তারপর জিএসটির পরিমাণ বৃদ্ধি হওয়ার পরে, এই স্মার্টফোনের দামে কিছুটা বৃদ্ধি হয়। তখন এই স্মার্টফোনের বেসিক মডেলের দাম হয়ে যায় ১৩,৯৯৯ টাকা। জুন মাসে আবারও একবার দাম বৃদ্ধি হয় এই স্মার্টফোনের। তখন আরো ১,০০০ টাকা বৃদ্ধি পেয়ে এই স্মার্টফোনের দাম দাঁড়ায় ১৪,৯৯৯ টাকা।
বর্তমানে এই Realme 6 স্মার্টফোনের বেসিক ভার্শন টির দাম কমেছে ১,০০০ টাকা। বর্তমানে এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। অন্যদিকে আরো দুটি ভার্সন এও একইভাবে দাম কমেছে। এই স্মার্টফোনের প্রত্যেকটি মডেল আপনারা বর্তমানে ১,০০০ টাকা কম দামে পেতে পারবেন।
অন্যদিকে যদি দেখতে হয় Realme 6i স্মার্টফোনের দিকে তাহলে, এই স্মার্টফোনের বেসিক মডেলটি লঞ্চ করা হয়েছিল ১২,৯৯৯ টাকায়। এতে আপনারা পেয়ে যান ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে আরো একটি স্মার্টফোন রয়েছে এই সিরিজে, এবং সেখানে আছে ৬ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের দাম প্রথমে রাখা হয়েছিল ১৪,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোনে কিন্তু বেসিক মডেলের দাম কমেনি। কমেছে শুধুমাত্র ৬জিবি RAM মডেলের দাম। বর্তমানে Realme 6i এর ৬ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটি আপনারা পেয়ে যাবেন ১৩,৯৯৯ টাকায়। বেসিক মডেলের দাম এখনো ১২,৯৯৯ টাকাই রয়েছে।