জনপ্রিয় টিপ স্টার মুকুল শর্মার একটি ট্যুইটের পর জানা গিয়েছে এবারে ল্যাপটপ মার্কেট নিজের দখলে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে POCO। জনপ্রিয় এই চাইনিজ মোবাইল কোম্পানি তাদের প্রথম ল্যাপটপ আর কিছুদিনের মধ্যে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। পোকো কম দামের মধ্যে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ার জন্য জনপ্রিয়। ফলত মনে করা হচ্ছে এই ল্যাপটপেও আপনারা পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন এবং দাম হবে একদম সাধ্যের মধ্যে। সম্প্রতি পোকো ব্র্যান্ডিংয়ের দুটি ল্যাপটপ বুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর লিষ্টিংতে দেখা গেল। এই দুটি মডেল নাম্বার হলো R15B02W এবং R14B02W। এই দুটি মডেল Mi এবং Poco এই দুটি কোম্পানির ব্র্যান্ডিংয়ের সাথে আসছে। তাই মনে করা হচ্ছে এগুলি শাওমি কোম্পানির ল্যাপটপ। তবে ভারতের বাজারে নতুন ভাবে এই ল্যাপটপ গুলো দেখা যাবে।
অনলাইন রিপোর্ট থেকে জানা গিয়েছে, R15B02W মডেল নাম্বার এর ল্যাপটপ টি হতে চলেছে শাওমি কোম্পানির Mi Notebook Pro। এটি বর্তমানে চীনে উপলব্ধ এবং সেখানে একটি বেশ জনপ্রিয় ল্যাপটপ হিসেবে পরিচিত। তবে যদি ভারতে আসে, হতে পারে ওই ল্যাপটপ এর স্পেসিফিকেশন কিছুটা পাল্টে গেল।
অন্যদিকে, শাওমি ল্যাপটপ সেগমেন্টে প্রবেশ করেছে এই বছরের প্রথম দিকে তাদের Mi Notebook সিরিজ এর মাধ্যমে। কোম্পানি তাদের Mi Notebook এবং Mi Notebook Horizon ল্যাপটপ লঞ্চ করেছিল এই বছরের শুরুর দিকে। ওই ল্যাপটপে আপনারা উইন্ডোজ টেন হোম আগে থেকে পেয়ে যেতেন।
জানিয়ে রাখি, Mi Notebook 14 এর ২৫৬ জিবি মডেলের দাম রাখা হয়েছে ৪১,৯৯৯ টাকা। এবং ৫১২ জিবি মডেলের দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। এছাড়াও, এই ল্যাপটপের একটি স্পেশাল ভেরিয়েন্ট রয়েছে Nvidia গ্রাফিক্স কার্ডের সাথে। সেই মডেলের দাম ৪৭,৯৯৯ টাকা। অন্যদিকে, Mi Notebook 14 Horizon এডিশনের দাম রাখা হয়েছে ৫৪,৯৯৯ টাকা ( i5 মডেলের জন্য ) এবং ৫৯,৯৯৯ টাকা ( i7 মডেলের জন্য )।