চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo এবার ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্ট ফোন Oppo F17 Pro। খুব শীঘ্রই ভারতের বাজারে দেখা যাবে এই স্মার্টফোনটিকে। এই ফোন Oppo র F15 এর উত্তরসূরী হিসেবে মার্কেট এ আসবে বলে জানা গিয়েছে।
এই স্মার্টফোনের নতুন একটি টিজার লঞ্চ করা হয়েছে, যাতে আমরা দেখতে পাচ্ছি যে Oppo F17 Pro স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত স্লিম ৭.৪৮ মিলিমিটারের বডি। এই স্মার্টফোনের ওজন হবে মাত্র ১৬৪ গ্রাম। এই টিজারে শুধুমাত্র এই ফোনের সাইড প্যানেল আমরা দেখতে পেয়েছি। তাতে, বোঝা যাচ্ছে যে এই ফোন হতে চলেছে এখনো অবধি তৈরি হওয়া পৃথিবীর সবথেকে সরু স্মার্ট ফোন। এছাড়াও এই টিজারে দেখা গিয়েছে যে, এই স্মার্টফোনে ব্যাক প্যানেল একটি ক্যামেরা বাম্প আছে। তবে সেখানে কটি ক্যামেরা থাকবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Oppo বর্তমানে এই স্মার্টফোনকে পৃথিবীর সবথেকে সরু স্মার্টফোন হিসেবে প্রচার করছে। একটি টুইটার পোস্টে এই চাইনিজ ব্র্যান্ড তাদেরই নতুন স্মার্টফোনের ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। টুইটার পোস্টে লেখা ছিল, ” I want a new way to flaunt? The sleekest phone of 2020 is on its way. Stay tuned. #OPPOF17PRO , #FlauntItYourWay. ” অর্থাৎ এই টুইটার’ পোস্ট’ থেকে বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোন কে Oppo সবথেকে সরু স্মার্টফোন রূপে লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছেন।
এখনো স্পেসিফিকেশন এর ব্যাপারে কিছু জানা যায়নি, তবে Oppo F 15 এর আপগ্রেডেশন হওয়ার কারণে, নতুন ফোনের স্পেসিফিকেশন অনেকটা আগের মতোই হবে। আপনাদের জানিয়ে রাখি, Oppo F15 স্মার্টফোনে আপনারা পেয়ে যেতেন, ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিও। এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং (৪৮+৮+২+২ মেগাপিক্সেল) কোয়াড ক্যামেরা সেট আপ আছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।
আপনারা পেয়ে যান, মিডিয়াটেক হেলিও P70 চিপসেট যার সঙ্গে থাকে Mali G72 MP3 জিপিইউ। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ সাপোর্ট এবং ৪,০০০ mAh ব্যাটারি। ব্যাটারি চার্জ করার জন্য আপনার পেয়ে যাচ্ছেন ভুক ৩.০ ফাস্ট চার্জিং টেকনোলজি।