বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠছে মিড রেঞ্জের স্মার্ট ফোন। এই কারণেই চীনের জনপ্রিয় মোবাইল নির্মাতা সংস্থা অপ্পো লঞ্চ করতে চলেছে তাদের নতুন মিড রেঞ্জের স্মার্ট ফোন OPPO A53। আপনাদের হয়তো মনে থাকবে এপ্রিল মাসে অপ্পো নিয়ে এসেছিল তাদের OPPO A52। এবার সেই ডিভাইসের পরবর্তী এডিশন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে অপ্পো।
কিছুদিন আগে, সার্টিফিকেশন ওয়েবসাইট গিকবেঞ্চে স্মার্টফোনকে প্রথমবার দেখা গিয়েছিল। তারপর থেকেই এই স্মার্টফোন নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্ট মহল। এর আগেও অপ্পো কোম্পানির A53 নামের একটি স্মার্টফোন ছিল। কিন্তু তা, ৫ বছর আগে লঞ্চ হওয়ায় কোম্পানি মনে করেছে, এতক্ষণে হয়তো সকলেই ওই স্মার্টফোনের নাম ভুলে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করা হবে এই নতুন স্মার্টফোন। তবে তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল এই স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক এই নতুন মিড রেঞ্জের স্মার্ট ফোন OPPO A53 তে আপনারা কি কি ফিচার পেতে চলেছেন।
পারফরম্যান্স –
এই স্মার্টফোনে থাকবে ৬.৫৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এই ডিসপ্লেটি হবে একটি নিও ডিসপ্লে। আপনারা এই স্মার্টফোনে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। এছাড়া এর সঙ্গে থাকছে ৪ জিবি এবং ৬ জিবি র্যামের অপশন। সঙ্গেই আপনারা পাবেন ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে এই স্মার্টফোনের সবথেকে বড় আকর্ষণীয় বিষয়টি হল এর ব্যাটারি। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৫,০০০ মিলি এম্পিয়ারের বিশাল ব্যাটারি যা সাপোর্ট করবে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং।
ক্যামেরা –
এই স্মার্টফোনে আপনারা পাবেন ১৬ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা থাকবে স্ক্রিনের পাঞ্চ হোলের মধ্যে। এছাড়া পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রধান ক্যামেরা হবে ১৩ মেগা পিক্সেলের শুটার। দ্বিতীয় ক্যামেরা ২ মেগা পিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং তৃতীয়টি ২ মেগা পিক্সেলের ডেপ্থ সেনসর।
অপারেটিং সিস্টেম –
এই নতুন স্মার্টফোন আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট এর সাথে। তার সাথে থাকবে অপ্পোর Color OS ৭ সাপোর্ট।
ইতিমধ্যেই এই স্মার্টফোন দেশের বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে পৌঁছে গিয়েছে। শুধু আমার কিছুদিনের মধ্যেই আমরা মার্কেটে দেখতে চলেছি অপ্পো কোম্পানির নতুন মিড রেঞ্জার স্মার্টফোন OPPO A53।