লঞ্চ হয়ে গেল চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo র Oppo A53। Realme, Samsung এবং Xiaomi কোম্পানির স্মার্টফোন গুলিকে ভালো টক্কর দিতে সক্ষম হবে Oppo কোম্পানির এই স্মার্টফোনটি। হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন এবং গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল সহ Oppo A53 বাজেট রেঞ্জার স্মার্টফোনের তালিকায় ভালো জায়গায় অবস্থান করতে সক্ষম হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। আসুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম।
স্পেসিফিকেশন –
এই নতুন স্মার্টফোনের ডুয়াল সিম সাপোর্ট থাকছে। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর যার সঙ্গে থাকবে কালার ওএস ৭.২ সাপোর্ট। থাকছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টস। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর রয়েছে এবং থাকছে সর্বাধিক ৬ জিবি RAM।
এই স্মার্টফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার প্রধান ক্যামেরা টি ১৩ মেগা পিক্সেলের। এছাড়া রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ২ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আপনারা ৬৪ জিবি অথবা ১২৮ জিপি অন বোর্ড স্টোরেজ পেয়ে যাবেন এই স্মার্টফোনের সঙ্গে। সঙ্গে থাকছে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট যার মাধ্যমে আপনি স্টোরেজ ২৫৬ জিবি অব্দি বাড়িয়ে নিতে পারবেন। কানেক্টিভিটি অপশনের জন্য রয়েছে 4G ভোল্টি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক। পলি পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং রয়েছে স্টেরিও স্পিকার। এছাড়াও স্মার্টফোনে ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ।
দাম –
ভারতে Oppo A53 2020 স্মার্টফোনের ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১২,৯৯০ টাকা । এবং ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৪৯০ টাকা। আপনারা ফ্লিপকার্ট এর মাধ্যমে এই স্মার্টফোন কিনতে পারবেন। এই স্মার্টফোন ইলেকট্রিক ব্ল্যাক, ফেয়ারি হোয়াইট, এবং ফ্যান্সি ব্লু কালার অপশনে আপনি পেয়ে যাবেন।