অন্যান্য মার্কেটে ততটা জনপ্রিয়তা না থাকলেও ভারতে এখনো পর্যন্ত ফিচার ফোনের মার্কেট বেশ ভালোভাবেই প্রভাব বিস্তার করে আছে। আর এই ফিচার ফোন মার্কেট এর অন্যতম জনপ্রিয় কোম্পানি হলো Nokia। এইচএমডি গ্লোবাল Nokia ব্র্যান্ডের বেশকিছু ফিচার ফোন মার্কেটে নিয়ে এসেছে। এই ফিচার ফোন গুলি আপনাকে অফার করে বেশ কিছু ভালো স্পেসিফিকেশন এবং এই ফিচার ফোনগুলির দাম একেবারে আপনার হাতের নাগালেই। যদি আপনি শুধুমাত্র কল করা এবং মেসেজ করার জন্য কোন ফোন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য Nokia ব্র্যান্ডের বেশকিছু মোবাইলের তালিকা আমরা নিয়ে এসেছি।
Nokia 105
Nokia 105 নোকিয়া কোম্পানির সব থেকে কমদামী ফিচার ফোন। এই ফোনে আপনাকে অফার করা হয়েছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে, একটি কিপ্যাড, একটি বড়ো ব্যাটারি। এই ব্যাটারি আপনাকে ১৪.৪ ঘন্টার টকটাইম এবং ২৫.৮ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে। একবার চার্জ দিলে ২৫.৮ দিনের স্ট্যান্ড বাই আপনি পাচ্ছেন। ওয়ারলেস এফএম, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ৪ এমবি ram, মাইক্রো ইউএসবি পোর্ট এবং মিনি সিম কার্ড স্লট। ৮০০ mAh এর ব্যাটারি আপনাকে প্রোভাইড করা হচ্ছে যা আপনি খুলতে পারবেন। এছাড়া, আপনি পাবেন সিঙ্গেল সিম এবং ডুয়েল সিম অপশন। এই ফিচার ফোন আপনারা নীল, গোলাপি এবং কাল রংএর অপশনে পাবেন। এই ফোনের দাম মাত্র ১,০৯৯ টাকা
Nokia 110
এই ফিচার ফোনে আপনাকে দেওয়া হচ্ছে ৪ এমবি ram, ১.৮” ডিসপ্লে, ডুয়েল সিম কার্ড স্লট, মাইক্রো ইউএসবি পোর্ট। আপনি পাচ্ছেন ওয়ারলেস এফএম রেডিও এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এখানেও থাকছে ৮০০ mAh এর ব্যাটারি। এতে আপনারা ১৮.৫ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ১৪ ঘন্টার টকটাইম পাবেন। এছাড়া এই ফোনের সাথে দেওয়া হয়েছে একটি QVGA ব্যাক ক্যামেরা। এই ফোনের দাম রাখা হয়েছে ১,৭৪৯ টাকা। এই ফিচার ফোন আপনি কালো, গোলাপি এবং সবুজ রঙে পাবেন।
Nokia 125
Nokia 125 ফিচার ফোনে আপনাকে অফার করা হবে ৪এমবি ram, MTK সিপিইউ, সিঙ্গেল সিম ডুয়েল সিম কার্ড অপশন। তার সাথেই থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, ১০২০ mAh এর ব্যাটারি, ৪ এমবি এর ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আপনাকে ২.৪” ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া আছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আপনাকে ১৯.৪ ঘন্টার টকটাইম এবং ২৩.৪ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করা হয়। এই ফিচার ফোন আপনি কালো, সাদা এবং নীল রঙে পাবেন। এই ফিচার ফোনটির দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা।