এবার Nokia বাজারে আনতে চলেছে তাদের নতুন ল্যাপটপ সিরিজ। যদিও এ ব্যাপারে কোন অফিশিয়াল ঘোষণা করা হয়নি, তবে BIS অর্থাৎ বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে এই ল্যাপটপের কিছু সার্টিফিকেশন উঠে এসেছে। নতুন সার্টিফিকেশন এ মনে করা হচ্ছে নতুন নকিয়া ল্যাপটপ আর কিছুদিনের মধ্যে বাজারে আসবে। ভারতীয় স্ট্যান্ডার্ড বডি থেকে এই সার্টিফিকেট দেখা গিয়েছে। এর ফলে মনে করা হচ্ছে ভারতে সর্বপ্রথম নোকিয়া ল্যাপটপ লঞ্চ হবে। যদিও, নোকিয়ার এই সমস্ত ল্যাপটপ তৈরি করা হবে চিনেই। তবে এই প্রথম না, এর আগেও নোকিয়া ল্যাপটপ মার্কেটে নিজেদের Nokia Booklet 3G লঞ্চ করেছিল ২০০৯ সালের আগস্টে। যদিও এই কোম্পানি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করেনি।
BIS ওয়েবসাইটে সম্প্রতি নোকিয়া ল্যাপটপের কিছু মডেল নম্বর দেখা গিয়েছে। এই তালিকা তে ৯টি আলাদা আলাদা মডেল নম্বর আছে যেগুলি সার্টিফিকেশন পেয়ে গিয়েছে। তারমধ্যে রয়েছে NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL42S, NKi310UL82S, ও NKi310UL85S।
এছাড়াও একটি রিপোর্টে জানা গিয়েছে, নতুন মডেল নম্বর গুলির মধ্যে প্রথমের NK নম্বর দুটি নোকিয়া ব্র্যান্ডিংয়ের একটি সূচক। আর বাকি নম্বর গুলির মাধ্যমে সেই মডেলের তথ্য জানানো হয়েছে। এই তথ্যের মধ্যে আছে প্রসেসর এর ডিটেলস সহ আরো অনেক কিছু। এই মডেল নম্বর থেকে আরো জানা যাচ্ছে যে এই নতুন ল্যাপটপগুলিতে উইন্ডোজ ১০ থাকবে।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর তারিখে ভারতীয় স্ট্যান্ডার্ড ব্যুরো ওয়েবসাইটে এরকম একটি প্রডাক্ট লিস্টিং দেখা গিয়েছিল। এখানে ল্যাপটপ/নোটবুক/ট্যাবলেট তালিকাতে এই প্রোডাক্ট লিস্ট করা ছিল।