স্মার্টফোনের জগতে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড এইচএমডি গ্লোবালের একেবারে নতুন স্মার্টফোন Nokia 3.4 লঞ্চ করতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এবার আমেরিকার এফসিসি সার্টিফিকেশন ডেটাবেজে দেখা গেল এই নতুন স্মার্টফোনের কিছু লিক স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন থেকে আমরা জানতে পেরেছি যে, এই নতুন Nokia 3.4 স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন গোলাকার ব্যাক ক্যামেরা প্যানেল এবং সিঙ্গেল পাঞ্চ হোল ডিজাইন। এই পাঞ্চ হোলের মধ্যে থাকবে ফ্রন্ট ক্যামেরা।
এই নতুন স্মার্টফোনের দুটি মডেল নাম্বার আমরা দেখতে পেয়েছি। সেগুলি হলো – TA -1283 এবং TA – 1285। এর মধ্যে একটি সিঙ্গেল সিম এবং অপরটি ডুয়াল সিম ভার্শন। মনে করা হচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর এইচএমডি গ্লোবাল এর পরবর্তী ইভেন্টে এই নতুন স্মার্ট ফোনকে লঞ্চ করা হবে।
এই ফোনের কিছু স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি। তারমধ্যে জানা যাচ্ছে এই নতুন হ্যান্ডসেটে থাকছে মিড রেঞ্জের প্রসেসর স্নাপড্রাগণ ৪৬০। এছাড়াও এই স্মার্টফোনে আপনারা পাবেন ৩ জিবি RAM এবং বেসিক ক্যামেরা সেটআপ।
এই ক্যামেরা সেটআপ এর স্পেসিফিকেশন হলো ১৩+৫+২ মেগাপিক্সেলের। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হবে ৮ মেগা পিক্সেলের এবং এই সমস্ত কিছু স্পেসিফিকেশন আপনারা পেয়ে যাবেন ২০০ মার্কিন ডলারের কমে ( ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকার কম)