লেনোভোর অধিকৃত সংস্থা Motorola আবারো একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই নতুন স্মার্টফোনটি হবে Motorola One 5G এবং এটি Moto G 5G আমেরিকান ভার্সন হতে চলেছে। এই ফোনে একটি কোয়াড ক্যামেরা এবং ডেডিকেটেড মাইক্রো লেন্স থাকতে চলেছে। ফোনের সাইডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোন ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ইতিমধ্যেই এই স্মার্টফোনটি আমেরিকায় লঞ্চ হয়ে গিয়েছে অক্সফোর্ড ব্লু কালারে। ফোনটির দাম রাখা হয়েছে $500 এর একটু নিচে, ভারতীয় মুদ্রায় ৩৬,৬০০ ঢাকার কাছাকাছি। আগামী অক্টোবর থেকে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে আমেরিকায়। তবে ভারতে কবে স্মার্ট ফোন আসবে সে ব্যাপারে এখনো সঠিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা এই বছরের শেষের দিকে স্মার্টফোন ভারতে লঞ্চ হতে পারে।
স্পেসিফিকেশন –
Motorola One 5G স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি সিনেমা ভিজন ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকছে যারা অ্যাসপেক্ট রেশিও ২১:৯। এই স্মার্টফোনে এইচডিআর সাপোর্ট থাকছে এবং থাকছে ৯০ Hz রিফ্রেশ রেট। এছাড়াও কর্নিং গরিল্লা গ্লাস ৫ প্রটেকশন থাকছে এই স্মার্টফোনে।
এই ফোনে অকটা কোর স্নাপড্রাগণ ৭৬৫ প্রসেসর থাকছে। থাকছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট থাকবে। চারটি ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরা টি ৪৮ মেগা পিক্সেলের। দ্বিতীয় টি ৮ মেগা পিক্সেলের ১১৮ ° ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তৃতীয় টি ৫ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এবং চতুর্থ টি ২ মেগা পিক্সেলের ডেপথ সেন্সিং লেন্স। এই স্মার্টফোনে আপনারা ১৬+৮ মেগা পিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও স্মার্টফোনে 4K ভিডিও রেকর্ডিং টেকনোলজি রয়েছে।
এছাড়াও রয়েছে ৫জি, ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট। অন্যদিকে থাকছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ৫,০০০ mAh ব্যাটারি।
সস্তা ফাইভ জি স্মার্টফোন –
বর্তমানে বাজারে Oneplus 8 Pro, Samsung Galaxy Note 20 Ultra, এর মত স্মার্ট ফোন উপলব্ধ। তবে এই স্মার্টফোন গুলির দাম অত্যন্ত বেশি। তাই এই দামি স্মার্টফোন গুলির বিকল্প হিসেবে Motorola One 5G ভারতের মতো দেশের ক্ষেত্রে একটি দারুন স্মার্টফোন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।