Lenovo র অধিগৃহীত কোম্পানি Motorola আবারো ভারতীয় মার্কেটে নিয়ে আসতে চলেছে নতুন একটি মিড রেঞ্জের স্মার্টফোন। এই নতুন স্মার্টফোনের নাম হতে চলেছে Moto G9 Plus এবং এই স্মার্টফোনে আপনারা পাবেন পাঞ্চ হোল ডিসপ্লে। জনপ্রিয় লিক স্টার ইভান ব্লাস সম্প্রতি এই স্মার্টফোনের বেশকিছু ছবি আমাদের সামনে নিয়ে এসেছেন। এই ছবিগুলি দেখে এই নতুন স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের ব্যাপারে বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। আসুন জেনে নেওয়া যাক, এই তথ্যের ব্যাপারে বিস্তারিত ভাবে।
Moto G9 Plus স্মার্টফোনে ওপরে বা দিকের কর্নারে একটি পাঞ্চ হোল থাকবে। এখানে আপনারা পেয়ে যাবেন স্মার্টফোনের সেলফি ক্যামেরা। ফোনের স্ক্রিন বেশ বড়, তবে এই স্মার্টফোনে কোন নচ থাকবে না। এই স্মার্টফোনের বেজেল অত্যন্ত সরু।
আমরা আরো জানতে পেরেছি যে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে থাকছে ৪,৭০০ mAh এর ব্যাটারি এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে পিছনদিকে থাকছে ৪ টি ক্যামেরা সেনসর। এই ক্যামেরার প্রধান টি ৬৪ মেগা পিক্সেলের।
ফোনের ডানদিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম বাটন। এছাড়া ফোনের বাঁদিকে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। এই ফোনে মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগন এর মিড রেঞ্জের প্রসেসর দেওয়া হবে। Moto G8 Plus স্মার্টফোনে দেওয়া হয়েছিল স্নাপড্রাগণ ৬৬৫ প্রসেসর। ফলে এই নতুন G9 Plus স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসর থাকার সম্ভাবনা প্রবল। প্রত্যেকটি মটোরোলা স্মার্টফোন এর মতই এখানেও থাকছে স্টক অ্যান্ড্রয়েড সাপোর্ট।
এখনো এই স্মার্টফোনের কোন লঞ্চের তারিখ জানানো হয়নি, তবে মটোরোলার তরফে জানানো হয়েছে ফ্লিপকার্টে এই স্মার্টফোন রিলিজ হবে।
Picture credits – Evan Blass.