গত সপ্তাহ নাগাদ গিকবেঞ্চে প্রথমবারের জন্য দেখা গিয়েছিল মোটো – র নতুন ডিভাইস Moto E7 Plus কে। সেখান থেকে জানা গিয়েছিল, নতুন স্মার্টফোনে থাকছে চলেছে স্ন্যাপড্রাগণ ৪৬০ চিপসেট এবং ৪জিবি RAM। এবার সম্প্রতি এই নতুন স্মার্টফোনের একটি ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। অত্যন্ত জনপ্রিয় লিকস্টার ইভান ব্লাস এই ছবিটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে এই নতুন স্মার্টফোনের ব্যাপারে আমাদের বেশ কিছু তথ্য জানিয়েছেন। আসুন এই তথ্যগুলি নিয়ে আলোচনা করা যাক।
সবার আগে আপনাদের জানিয়ে দিই, Moto E7 Plus স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগনের ৪৬০ প্রসেসর। কোয়ালকম কোম্পানিটি এই প্রসেসর রিলিজ করেছিল গত জানুয়ারি মাসে। এছাড়াও এই নতুন স্মার্টফোনে থাকছে চলেছে ৪জিবি RAM যা আপনার প্রতিদিনের কাজের জন্য যথাযথ এবং সঙ্গে থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মনে করা হচ্ছে, আরো অনেকগুলি RAM+ স্টোরেজ কনফিগারেশন আমরা এই স্মার্টফোনে দেখতে পাবো।
তবে এই স্মার্টফোনের প্রধান বিশেষত্ব হলো এর ক্যামেরা। এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যার প্রধান ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল ক্ষমতা বিশিষ্ট। এছাড়া আপনারা নাইট ভিশন মোড পেয়ে যাবেন এই ক্যামেরার সঙ্গে। তবে সেকেন্ডারি ক্যামেরার ব্যাপারে এখনো কোনো তথ্য আমরা জানতে পারিনি।
Moto E সিরিজের স্মার্টফোনের সবসময়ই ব্যাটারির জন্য বিখ্যাত। এই স্মার্টফোনেও তার অন্যথা করা হয়নি। আপনারা Moto E7 Plus স্মার্টফোনে পেয়ে যাবেন ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে মনে করা হচ্ছে এই ব্যাটারীতে ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
এছাড়াও এই নতুন স্মার্টফোনে থাকছে চলেছে ইউএসবি টাইপ – সি পোর্ট, ওয়াটার ড্রপ নচ, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আরও অনেক কিছু। এখনো মোটোরোলার তরফ থেকে এই স্মার্টফোনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল Moto E6 Plus। তাই সংশ্লিষ্ট মহলের ধারণা, আর কিছুদিনের মধ্যেই মোটোরোলা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করে দেবে তাদের নতুন ডিভাইস Moto E7 Plus।