লেনোভোর অধিকৃত স্মার্টফোন কোম্পানি Motorola সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের নতুন স্মার্টফোন Moto E7 Plus লঞ্চ হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর। এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্ট থেকে। সম্প্রতি মোটোরোলা একটি ‘কামিং সুন’ টিজার লঞ্চ করেছে যাতে তারা স্মার্টফোনের ক্যামেরা মডিউলের ছবি আমাদের সামনে নিয়ে এসেছে।
সম্ভাব্য দাম –
এই স্মার্ট ফোন Moto E7 plus সর্বপ্রথম লঞ্চ করা হয়েছিল ব্রাজিলে। সেখানে এই স্মার্টফোনের একেবারে বেস মডেল অর্থাৎ ৪জিবি Ram এবং ৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছিল ১,৩৪৯ BRL। তবে আমরা আশা করতে পারি যে, ভারতে আসলে এই স্মার্টফোনের দাম হবে ১০,০০০ টাকার কাছাকাছি।
স্পেসিফিকেশন –
Moto E7 Plus এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Snapdragon 460 প্রসেসর। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি।
ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।