ভারতীয় কোম্পানী গুলির মধ্যে মাইক্রোম্যাক্স এর নাম অত্যন্ত পরিচিত। বেশ কিছু বছর আগে এই স্মার্টফোন ব্র্যান্ড ভারতের বাজারে নিজের গুরুত্ব হারিয়ে বসে। তবে সেখানেই থেমে নেই মাইক্রোম্যাক্স। কিছুদিন আগে তারা লঞ্চ করেছিলো Micromax Spark Go। এবার তারা পুনরায় নিয়ে আসছে তাদের নতুন একটি স্মার্টফোন। বিশেষজ্ঞদের মতামত, আসছে মাসেই এই স্মার্টফোন বাজারে চলে আসবে। সারা ভারতে চীন বিরোধী আন্দোলন চলার সুযোগে, এই কোম্পানিটি তাদের মার্কেট আবার শক্ত করার পরিকল্পনা নিয়েছে। তবে এবারে তাকে সাহায্য করার জন্যে রয়েছে খোদ ভারত সরকার। ভারত সরকারের PLI স্কিমের সাথে যুক্ত হয়ে এই নতুন স্মার্টফোন আনবে মাইক্রোম্যাক্স। এমনটাই একটি সংবাদ সংস্থাকে জানালেন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। শুধু তাই নয়, কিছুদিন আগে টুইটারে মাইক্রোম্যাক্স এই নতুন স্মার্টফোনের ব্যাপারে একটি টিজার শেয়ার করে। যা ঘিরে মার্কেটে জোর গুঞ্জন শুরু হয়েছে।
এ ছাড়াও বহু মিডিয়া রিপোর্টের দাবি, এবছর বেশ অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করতে পারে মাইক্রোম্যাক্স। এই স্মার্টফোনগুলির দাম হবে ১৫,০০০ টাকার আশে পাশে এবং থাকবে মিডিয়াটেকের হিলিও প্রসেসর এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন। তবে লঞ্চ হওয়ার আগে মাইক্রোম্যাক্স এই স্মার্টফোন গুলিকে তাদের সোশাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে শেঁয়ার করছে।
আমরা কি আশা করতে পারি –
এবারে মাইক্রোম্যাক্স জানিয়েছে যে, তাদের ফোনে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন এবং তাদের স্মার্টফোন লাগাতার অ্যান্ড্রয়েড আপডেট পেতে থাকবে। ফলে বিশেষজ্ঞদের ধারণা, মাইক্রোম্যাক্স এবারে ব্যবহার করতে চলেছে স্টক অ্যান্ড্রয়েড। একটি বিশেষ টিজারে, মাইক্রোম্যাক্স জানিয়েছে যে, এবারে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোতে টানা ২ বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে আসা হবে।
তবে, এখনও পরিষ্কার হয়নি, যে এই কোম্পানি স্মার্টফোন গুলিকে কি এখানেই বানাবে নাকি না । কারণ ভারতে ব্যবসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বহু চিনা স্মার্টফোন ব্র্যান্ড বর্তমানে তাদের স্মার্টফোন ভারতে তৈরি করা শুরু করছে। তবে ভারতে স্মার্টফোন তৈরি করলে খরচ বেশি হয়। চীনে যদি স্মার্টফোন তৈরি হয় এবং তারপর এটিকে এখানে বিক্রি করা হয়, তাহলে খরচ কম পড়ে। কিন্তু, বর্তমানে শিফটিং এর ক্ষেত্রে বাধা থাকায় চীনে স্মার্টফোন তৈরির পরিকল্পনা বর্তমানে বিষ বাও জলে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই, এই ডিভাইসের দামের ব্যাপারেও কিছু জানা যাচ্ছেনা। তবে, মাইক্রোম্যাক্স কোনোদিনই খুব একটা দামী ফোন মার্কেটে নিয়ে আসেনি। তাই, ট্রেন্ড দেখে মনে হচ্ছে, এই নতুন স্মার্টফোনটিও মিড রেঞ্জার সেগমেন্টেই আসবে।