ভারতের বাজারে গেমিং ল্যাপটপ কেনার জন্য কয়েকটি কোম্পানির ল্যাপটপ বেশ জনপ্রিয়। তারমধ্যে Lenovo কোম্পানির Legion সিরিজের ল্যাপটপগুলি গেমিং করার জন্য গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়। সম্প্রতি ভারতের বাজারে Lenovo Legion 5 নামক গেমিং ল্যাপটপ লঞ্চ হচ্ছে। এই ল্যাপটপের যেমন থাকবে ভালো পারফরম্যান্স তেমনি থাকবে সুপার ডুপার ব্যাটারি লাইফ। আসুন আজকের এই প্রতিবেদনে Lenovo Legion 5 এর স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
Lenovo Legion 5 স্পেসিফিকেশন:
Lenovo Legion 5 গেমিং ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে আছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের পিক্সেল ১৯২০×১০৮০। এই ল্যাপটপ Windows 10 সফট্ওয়ারে চলে। এতে শক্তিশালী AMD Ryzen 5 4600H প্রসেসর আছে। সেই সাথে থাকবে ৪ জিবির র্যাম ও ২৫৬ জিবির সুপারফাস্ট SSD স্টোরেজ আছে। SSD স্টোরেজ ছাড়াও ১ টিবির হার্ডডিক্স স্টোরেজ আছে। এছাড়াও এই গেমিং ল্যাপটপে হাই পারফরম্যান্স Nvidia GeForce GTX 1650 Ti গ্রাফিক্স কার্ড পাওয়া যাবে।
এই ল্যাপটপের ব্যাটারি প্রায় এক চার্জে ৮ ঘন্টা অব্দি চলবে। তবে এই ৮ ঘন্টা শুধুমাত্র হাইব্রিড মোড এ ল্যাপটপ চললে তার পরেই পাওয়া যাবে। এই হাইব্রিড মোড লেনোভো কোম্পানির এক ধরনের পাওয়ার সেভিং মোড। এছাড়া ওই ল্যাপটপে লেনোভো লেগিয়ন TrueStrike কিবোর্ড ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটি ঠান্ডা রাখার জন্য Coldfront 2.0 প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটি ফাস্ট চার্জ করার জন্য Rapid Charge Pro প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে ৭২০p এর এইচডি ওয়েব ক্যাম আছে। এছাড়াও সুপার বেস সাউন্ড সিস্টেমের জন্য ২ ওয়াটের হারমান কার্ডন স্পিকার ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজারে গেমিং ল্যাপটপ Lenovo Legion 5 ল্যাপটপটি শুধুমাত্র একটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। সেটি হল ফ্যান্টম ব্ল্যাক। এই ল্যাপটপের ভারতের বাজারে মূল্য মাত্র ৭৫৯৯০ টাকা। বর্তমানে lenovo.com এবং লেনোভো কোম্পানির বিভিন্ন অফলাইন স্টোর থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে। এই ল্যাপটপের সাথে মাত্র ৩৯০০ টাকা খরচ করলে এক বছরের এক্সিডেন্টাল ড্যামেজ কন্ট্রোল প্রটেকশন পাওয়া যাবে। যদি এই মুহূর্তে আপনি যদি একটি গেমিং ল্যাপটপ কিনতে চান তাহলে অবশ্যই Lenevo Legion 5 এর কথা ভেবে দেখতে পারেন।