ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা সম্প্রতি লঞ্চ করে দিল তাদের নতুন ফিচার ফোন Lava Pulse। এই ডিভাইসে দেওয়া হয়েছে হার্ট রেট এবং ব্লাড প্রেসার মনিটর করার সেন্সর। স্বভাবতই এই স্মার্টফোন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। ফিচার ফোন সেগমেন্টে এটি হতে চলেছে প্রথম ফোন যাতে থাকতে চলেছে এই দুটি সেন্সর। আপনারা কেবলমাত্র এই স্মার্টফোনের পিছনে আঙ্গুল ঠেকালেই বুঝতে পেরে যাবেন আপনার ব্লাড প্রেসার এবং হার্ট রেট। সঙ্গে, এই ফিচার ফোনে দেওয়া হয়েছে ১,৮০০ mAh এর ব্যাটারি যা আপনাকে টানা ৬ দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এছাড়াও, এই ফিচার ফোনে আপনারা পেয়ে যাবেন নাম্বার কি টকার টেকনোলজি। অর্থাৎ যখনই কোন নাম্বার কি আপনি চাপবেন, তখনই সেই নাম্বার কি নিজের নম্বর জানাবে।
স্পেসিফিকেশন এবং ফিচার –
এই নতুন Lava Pulse ফিচার ফোনে আপনারা পাচ্ছেন ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে এবং ডুয়াল সিম স্লট। এই ফিচার ফোনে ৩২ এমবি RAM দেওয়া হয়েছে এবং এই ফিচার ফোনের স্টোরেজ আপনারা ৩২ জিবি অব্দি বাড়িয়ে নিতে পারবেন। আপনারা এই ফিচার ফোনে ১০০টি এসএমএস সেভ করতে পারবেন এবং ৫০০টি ফোন নম্বর রাখতে পারবেন।
এই ফিচার ফোনে থাকছে হার্ট রেট এবং ব্লাড প্রেসার মনিটর সেন্সর। ব্যবহারকারীদের নিজের আঙ্গুল এই ফোনের পিছনে একবার ঠেকাতে হবে। তাহলেই স্ক্রিনের উপরে সমস্ত তথ্য চলে আসবে। তারপর তারা এই তথ্য নিয়ে গিয়ে তাদের ডাক্তারকে দেখাতে পারবেন অথবা নিজের রেগুলার চেকআপের কাজেও ব্যবহার করতে পারবেন।
এই ফিচার ফোনে ১,৮০০ mAh ব্যাটারি থাকছে যা সর্বাধিক ৬ দিন অবধি চলতে পারে এক চার্জে। এছাড়াও থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, এফএম রেডিও এবং আরও অনেক কিছু। এই ফিচার ফোনে অটো কল রেকর্ডিং ফিচার রয়েছে। এছাড়াও আপনারা সাতটি ভাষায় এই ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। এই ভাষাগুলির মধ্যে রয়েছে – ইংরেজি, হিন্দি, তামিল, কন্নড়, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবি।
দাম –
এই ফিচার ফোনের দাম রাখা হয়েছে ১,৯৪৯ টাকা এবং রয়েছে একটি কালার অপশন – রোজ গোল্ড। আপনারা এই ফিচার ফোন কিনতে পারবেন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ভারতের প্রায় সমস্ত রিটেল দোকান থেকে।