সম্প্রতি একটি নতুন ফিচার ফোন নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ফিচার ফোন নির্মাতা সংস্থা itel। ভারতে এখনো পর্যন্ত ফিচার ফোনের বাজার বজায় রয়েছে। এই কারণে Nokia, itel জাতীয় নামকরা কোম্পানিগুলি প্রায় সময় তাদের নতুন নতুন ফিচার ফোন নিয়ে মার্কেটে আসে। তবে এইবারে itel একটি নতুন ফিচার ফোন নিয়ে এসে মার্কেট একেবারে সাড়া ফেলে দিয়েছে। কারণটি হলো, এই নতুন ফিচার ফোন ভারতের এন্ট্রি লেভেলের এমন একটি ফিচার ফোন যেটি মানবদেহের তাপমাত্রা মাপতে পারবে। শুনতে অবাক লাগলেও, এরকম একটি ফোন সত্যিই নিয়ে এসেছে itel। ফোনটির নাম রাখা হয়েছে it2192T Thermo edition এবং এর দাম ভারতে মাত্র ১,০৪৯ টাকা।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য বারবার দেহের তাপমাত্রা মাপার প্রয়োজন পড়ে। এই কারণে itel কোম্পানিটি এমন একটি ফিচার ফোন নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি যেকোন মুহুর্তে আপনার দেহের তাপমাত্রা মারতে পারবেন। করোনা ভাইরাস সংক্রমণ কালে এরকম একটি আশ্চর্য ফোন বের করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সংস্থাটি। আদতে এই নতুন ফিচার ফোন itel এর Fit হেলথ সিরিজের অন্তর্ভুক্ত ফোন। আপনাদের জানিয়ে রাখি, itel Fit সিরিজের প্রতিটি ফোন অত্যন্ত সস্তা এবং এগুলি ব্যবহারকারীদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখে। তবে এইবারে এই সিরিজে এমন একটি ফোন চলে এলো যেটি আপনার দেহের তাপমাত্রা মাপতে পারবে।
তবে শুধুমাত্র যে দেহের তাপমাত্রা মাপা যাবে এমনটা কিন্তু নয়, এই নতুন ফিচার ফোনের মাধ্যমে আপনি আপনার হৃদস্পন্দনের গতি মারতে পারবেন। একেবারে অবাক করা বিষয় না! অনেকটা এরকমই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই মুহূর্তে বাজারে মেডিকেল ডিভাইসকে না অত্যন্ত খরচসাপেক্ষ। পাশাপাশি একটি মেডিকেল ডিভাইস কিনলে আপনি যেকোনো একটি জিনিস মাপতে পারবেন। যেমন ধরুন অক্সিমিটার কিনলে শুধুমাত্র দেহের অক্সিজেন লেভেল মাপা যাবে। আবার থার্মোমিটার কিনলে শুধুমাত্র দেহের তাপমাত্রা। তবে এই একটি ফোন কিনলে আপনি একই সাথে হৃদস্পন্দনের গতি এবং দেহের তাপমাত্রা মারতে পারবেন। অর্থাৎ আপনার রথদেখা এবং কলা বেচা দুটোই হবে।
itel it2192T থার্মো এডিশন ডিভাইসে তাপমাত্রা মাপার জন্য একটি ইনবিল্ট সেন্সর দেওয়া হয়েছে। ক্যামেরা ঠিক পেছনেই সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সরের মাধ্যমে আপনার দেহের তাপমাত্রা মাপার জন্য আপনাকে ওই সেন্সরের ঠিক নিচে আপনার যেকোনো একটি কব্জি নিয়ে যেতে হবে। আর তারপরেই সেই সেন্স আরেকটি টেম্পারেচার এর রিডিং আপনাকে দিয়ে দেবে। আপনি ফারেনহাইট এবং সেলসিয়াস দুটি স্কেলে আপনার তাপমাত্রা চেক করতে পারবেন।ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। তাই ফারেনহাইট তাপমাত্রা মাপতে আপনার বেশী সুবিধা হবে।
এছাড়াও রয়েছে একটি দুর্দান্ত ফিচার কিংভয়েস ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনি টেক্সট থেকে খুবই সহজে কথায় রূপান্তর করতে পারবেন। এর মাধ্যমে যেকোনো ইনকামিং কল, মেসেজ, মেনু, ফোনবুক সহ সবকিছু ভয়েস হিসেবে আপনি শুনতে পাবেন। তাপমাত্রা রিডিং এর ক্ষেত্রে এই ভয়েস ফিচার কাজ করবে। এছাড়া আপনি পাবেন একটি ১.৮ ইঞ্চির সুন্দর ডিসপ্লে। এছাড়া থাকছে ১,০০০ mAh এর ব্যাটারি। মোট ৮টি ভাষা এই ফিচার ফোন সাপোর্ট করবে। তার মধ্যে ভারতের বেশ কয়েকটি আঞ্চলিক ভাষা রয়েছে। ভাষার তালিকাতে অন্তর্ভুক্ত রয়েছে ইংরেজি, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং গুজরাতি। ফোনের পিছনে একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। তবে দামের কথা মাথায় রেখে এই ক্যামেরার থেকে খুব একটা বেশি আশা করা উচিত কাজ হবে না। পাশাপাশি it2192T ফিচার ফোনে ওয়ারলেস এফএম সাপোর্ট, অটো কল রেকর্ডার এবং প্রিলোডেড গেমস আপনি পেয়ে যাবেন। ফোনটি হালকা আকাশী, গাঢ় নীল, এবং মিডনাইট ব্লু রঙে আপনি পাবেন। আবারো জানিয়ে রাখি, এই নতুন ফিচার ফোনের দাম মাত্র ১,০৪৯ টাকা।