ভিভোর সাব ব্র্যান্ড iQOO লঞ্চ করে দিলো তাদের নতুন ৫জি স্মার্টফোন iQOO 5 এবং iQOO 5 Pro। এই ফোনের সবথেকে বড়ো ফিচার হলো ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে এই সাপোর্ট শুধুমাত্র iQOO 5 Pro স্মার্টফোনের সঙ্গেই পাবেন। আসুন দেখে নেওয়া যাক এই ফোনের কিছু স্পেসিফিকেশন।
দুটি ফোনেই থাকবে ৬.৫৬ ইঞ্চির হোল পাঞ্চ ডিসপ্লে এবং ১২০ হারটজ এর রিফ্রেশ রেট। দুটি ফোনে থাকছে স্নাপড্রাগণ ৮৬৫ চিপসেট, ufs ৩.১ অনবোর্ড স্টোরেজ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ব্র্যান্ডটি ভিভো – র সাব ব্র্যান্ড হলেও ভারতে এটি একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে এই স্মার্টফোন নিয়ে আসবে।
ডিসপ্লে এবং পারফরম্যান্স
দুটি স্মার্টফোন ডুয়েল সিম সাপোর্টেড এবং আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ১০ আউট অফ দা বক্স সাপোর্ট । এছাড়া আপনারা পেতে চলেছেন iQOO UI ১.৫ সাপোর্ট। এই ফোন দুটির স্ক্রীন দৈর্ঘ্য ৬.৫৬ ইঞ্চি এবং স্ক্রীন কোয়ালিটি ফুল এইচডি প্লাস। আপনারা পাবেন এইচডিআর ১০+ সাপোর্ট, ১৯.৮:৯ অ্যাসপেক্ট রেশিও এবং অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট। দুটি ফোনেই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর এবং ১২ জিবি RAM। এই দুটি স্মার্ট ফোনের ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি।
ক্যামেরা
দুটি স্মার্টফোন iQOO 5 এবং iQOO 5 Pro তে আপনারা পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এরমধ্যে প্রাইমারি ক্যামেরা হলেও স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেলের সেন্সর যারা অ্যাপারচার ভ্যালু f/1.85। দ্বিতীয় ক্যামেরা টি ১৩ মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাংগেল ক্যামেরা এবং iQOO 5 এর অন্য একটি লেন্স হল ১৩ মেগা পিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে, iQOO 5 Pro স্মার্টফোনের তৃতীয় ক্যামেরাটি হল ৮ মেগা পিক্সেলের একটি টেলিস্কোপিক সেন্সর। এছাড়া iQOO 5 Pro স্মার্টফোনটি OIS, ডিজিটাল জুম এবং অপটিক্যাল জুম এর সঙ্গে আসছে।
সামনে থাকছে, ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যা থাকবে পাঞ্চ হোলের মধ্যে।
সেন্সর এবং ব্যাটারি
এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। iQOO 5 স্মার্টফোনে থাকছে ৪,৫০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি যা সাপোর্ট করবে ৫৫ ওয়াট এর ফাস্ট চার্জিং। অন্যদিকে iQOO 5 Pro স্মার্টফোনে থাকছে ৪,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি যা সুপার ফাস্ট ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া আপনারা কানেক্টিভিটি অপশনের মধ্যে পাচ্ছেন ইউএসবি টাইপ – সি, ৫জি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস এবং আরও অনেক কিছু।
দাম
iQOO 5 Pro স্মার্টফোনের ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ অপশন এর দাম CNY ৪,৯৯৮ যা ভারতীয় মুদ্রায় ৫৩,৯০০ টাকার কাছাকাছি। অন্যদিকে ১২ জিবি RAM + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন এর দাম CNY ৫,৪৯৮ যা ভারতীয় মুদ্রায় ৫৯,৩০০ টাকার কাছাকাছি। এই মডেল ট্রাক ভার্সন এবং লেজেন্ডারি এডিশন কালার অপশনে আসবে।
অন্যদিকে, iQOO 5 স্মার্টফোনের ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ অপশন এর দাম CNY ৩,৯৯৮ যা ভারতীয় মুদ্রায় ৪৩,১০০ টাকার কাছাকাছি। ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন এর দাম CNY ৪,২৯৮ যা ভারতীয় মুদ্রায় ৪৬,৩০০ টাকার কাছাকাছি। সবশেষে এই স্মার্টফোনের ১২ জিবি RAM + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে CNY ৪,৫৯৮ যা ভারতীয় মুদ্রায় ৪৯,৬০০ টাকার কাছে কাছে। এই স্মার্টফোনের বেস মডেল আপনারা পাবেন স্টার ট্রেস এবং হাও ইং কালার অপশনে।
আপাতত এই স্মার্টফোন শুধুমাত্র প্রি-অর্ডার করা সম্ভব হবে। এবং iQOO অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টফোন প্রি-অর্ডার করা যাবে। যদিও ভারতে এখনো স্মার্ট ফোন কবে লঞ্চ করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে আগামী ২৪ আগস্ট থেকে চীনে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে।