চীনের অফিশিয়াল টেলিকম রেগুলেটরি ওয়েবসাইট TENAA তে সম্প্রতি দেখা গেলো চীনের ব্র্যান্ড Huawei এর নতুন একটি স্মার্টফোনের ছবি। মনে করা হচ্ছে এই স্মার্টফোন হতে চলেছে একটি 5G রেডি স্মার্টফোন। তবে এই স্মার্টফোনের ব্যাপারে এখনও কিছু পরিষ্কার করে জানায়নি Honor। এই দুটি স্মার্টফোনের মডেল নম্বর দেওয়া হয়েছে NZA-AN00 এবং NZA-TN00।
এই দুটি ফোন একটি সিরিজের অন্তর্গত এবং 5G সাপোর্ট যুক্ত। এই ওয়েবসাইটে দুটি স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি।
এই দুটি Honor স্মার্টফোনে থাকবে 5G রেডি ২.০ গিগাহার্টজ প্রসেসর। আপনারা এই স্মার্টফোন পাবেন দুটি র্যাম + স্টোরেজ বিকল্পে। একটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং অন্যটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই স্মার্টফোনে মেমোরি আপনারা ৫১২ জিবি অবধি বাড়িয়ে ফেলতে পারবেন।
সামনে থাকছে ৬.৬ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০×৭২০ পিক্সেল। সামনে থাকছে একটি সেলফি ক্যামেরা। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ছবি থেকে বোঝা যাচ্ছে, এই ক্যামেরাতে একটি আয়তাকার মডিউল দেওয়া হয়েছে। এই ফোনে আপনারা ১০৮০পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
অন্যন্য ফিচারের মধ্যে আছে অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৫,০০০ mAh ব্যাটারি।
এই ফোন আপনারা পাবেন দুটি রঙের বিকল্পে – কালো এবং নীল। এই ফোনটি হতে চলেছে Honor কোম্পানির সবথেকে সস্তা 5G স্মার্টফোন। তবে এখনও এই ফোনের লঞ্চের তারিখ এবং আসল নাম জানানো হয়নি।