গতমাসে সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল, যে মোবাইল ব্র্যান্ড Gionee আনতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন যাতে থাকবে ১০,০০০ mAh এর বিশাল ব্যাটারি। এবারে এই স্মার্ট ফোন পুরোপুরি অফিশিয়াল হয়ে গেল। নতুন স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে Gionee M30। নতুন স্মার্টফোনে থাকছে চলেছে ১০,০০০ mAh এর বিশাল ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফেসিলিটি। এছাড়াও আপনারা পাবেন একটি স্লিক ডিজাইন এবং অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক প্যানেল। কিন্তু এই বিশাল ব্যাটারি থাকার কারণে এই ফোনের ওজন অত্যন্ত বেশি, প্রায় ৩০৫ গ্রামের মত।
আপনারা এই স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন ৬ ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে যার রেজোলিউশন এইচডি প্লাস। পিছনে আপনারা একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও P60 প্রসেসর। এ ছাড়া থাকছে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনের ভিতরে থাকা ১০,০০০ mAh ব্যাটারির মাধ্যমে আপনি অন্য যে কোন ডিভাইস চার্জ করতে পারবেন, USB কেবিলের মাধ্যমে। অন্যান্য ফিচার গুলির মধ্যে রয়েছে স্টেরিও স্পিকার, হেডফোন জ্যাক এবং ডুয়াল সিম সাপোর্ট।
এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে CNY ১,৩৯৯ যা ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি। আগামী ৩১ আগস্ট থেকে এই স্মার্টফোন চীনে বিক্রি হওয়া শুরু হবে।