আপনি কি কম বাজেটে একটি নতুন ফোন কিনতে চাইছেন? তবে আমরা আপনাকে বলব সেই সমস্ত স্মার্টফোন সম্পর্কে যাদের দাম ৭,০০০ টাকারও কম। এই স্মার্টফোনগুলিকে দামের দিক থেকে দেখলে পাবেন বহু নতুন এবং অত্যাধুনিক ফিচার। তবে চলুন জানা যাক ৭,০০০ টাকার কমে লঞ্চ হওয়া এই স্মার্টফোনগুলি সম্পর্কে,
Infinix Smart 4
এই স্মার্টফোনটি গ্রাহক কিনতে পারবেন কেবল ৬,৯৯৯ টাকা দামে। Infinix এর এই নতুন ফোন Smart 4 তে দেওয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি HD+ incell IPS ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ২ জিবি র্যামের এবং ৩২ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে রয়েছে ১০ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
Micromax In 1b
জনপ্রিয় এই ভারতীয় স্মার্টফোনটির ২জিবি+৩২জিবি ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। সেখানেই ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। Micromax In 1B তে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Helio G35 । ২/৪ জিবি র্যাম এবং ৩২/৬৪ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এর সাথে ডুয়াল ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
Tecno Spart Go 2020
Tecno Spark Go 2020 কে ভারতে ৬,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। Tecno Spark Go 2020 স্মার্টফোনটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। ফোনে মিডিয়াটেক হিলিও এ২০ প্রসেসর থাকতে পারে। ফোনটিতে ২জিবি র্যাম থাকবে এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ফোনের পিছনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে ফাস্ট চার্জিং সম্পন্ন ৫০০০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলাও জানা গিয়েছে।