গত সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাং ঘোষণা করেছিল যে তারা তাদের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে পরপর তিন বছর টানা অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে আসবে। অর্থাৎ Galaxy S ও Galaxy Z সিরিজের স্মার্টফোন এই অ্যান্ড্রয়েড আপডেট পেতে চলেছে। এবার একটি নতুন রিপোর্টে উঠে এসেছে যে, আগামী কিছুদিনের মধ্যে স্যামসাংয়ের মিড রেঞ্জার সিরিজ Galaxy A সিরিজের স্মার্টফোনেও এই একই বেনিফিট আসতে চলেছে। অর্থাৎ এবার থেকে Galaxy A স্মার্টফোন ব্যবহারকারীরাও আগামী ৩ বছর অ্যান্ড্রয়েড আপডেট পেতে চলেছেন
স্যামসাং এর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভরা আজ এই আপডেটের কথা আমাদের জানিয়েছেন। একজন ব্যবহারকারির প্রশ্নের উত্তরে, স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এর মত Galaxy A সিরিজের স্মার্টফোনের টানা তিনটি অ্যান্ড্রয়েড আপডেট আসতে চলেছে। আপাতত, এই বিষয়টি এখনও রিভিউয়ের পর্যায়ে রয়েছে।
এই ডিভাইসগুলির ক্যাপাসিটি, স্পেসিফিকেশন এবং হার্ডওয়ার রিসোর্সেস সম্পূর্ণরূপে যাচাই করে নেওয়ার পরে স্যামসাং কর্তৃপক্ষ নতুন আপডেট নিয়ে আসবে স্মার্টফোনগুলোর জন্য। ততদিন ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে। যত শীঘ্র সম্ভব এই আপডেট নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হচ্ছে, এবং এই আপডেট চলে এলেই স্যামসাং ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হবে।
শুধু তাই নয়, স্যামসাং ইতিমধ্যেই তাদের One UI 3.0 ডেভেলপার বিটা আপডেট নিয়ে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে। এই নতুন আপডেট অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১১ সফটওয়্যার এর উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী সেপ্টেম্বর শেষ হবার আগেই One UI 3.0 এর স্টেবল আপডেট নিয়ে আসা হবে স্যামসাং ইউজারদের জন্য।