ভীষন টাইট বাজেট? কিন্তু আপনার জন্য লাগবে একটি ভালো স্মার্টফোন? মুশকিল আসান করতে হাজির এই স্মার্টফোন গুলি। এবছর ২০২০ তে ভারতে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, যেগুলো একদম কম বাজেটের মধ্যে আপনাকে ভালো পারফরম্যান্স দিতে প্রস্তুত। যাদের বাজেট একদম কম অথচ একটি স্মার্টফোনের খুব দরকার, তাদের জন্য এই স্মার্টফোন সেরা। আসুন দেখে নেওয়া যাক, এই তালিকা।
Gionee Max –
এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এই বছর কিছুমাস আগে। এই ফোনের সবচেয়ে সেরা ফিচার হলো ৬,০০০ এর কম দামে ৫,০০০ mAh এর ব্যাটারি। এছাড়াও আপনারা পাচ্ছেন, অক্টা কোর প্রসেসর, ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরার দিকে আছে ১৩ mp প্রাইমারি এবং ৫ mp সেলফি ক্যামেরা। ৫,৪৯৯ টাকা দামে এই ফোন সত্যিই সেরা একটি ফোন।
Nokia C3 –
এই ফোন আপনাকে অফার করবে ৫.৯৯ ইঞ্চির বিশাল স্ক্রিন, এবং ৩,০৪০ mAh এর ব্যাটারি। এছাড়া আছে ২ জিবি RAM এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্ল্যাশ সহ এই ফোনে আছে ৮ mp এর প্রাইমারি ক্যামেরা এবং ৫ mp এর সেলফি ক্যামেরা। ৫,৫৯৯ টাকার বাজেটে এই ফোন অন্যতম।
Infinix Smart HD –
এই ফোনে আপনারা পাচ্ছেন ২ জিবি RAM, ৩২ জিবি স্টোরেজ। সাথে আছে মিডিয়াটেক এর helio A20 প্রসেসর। ৬.১ ইঞ্চির বড়ো স্ক্রিন, ৮ mp এর প্রাইমারি এবং ৫ mp এর সেলফি ক্যামেরা থাকছে। এই হ্যান্ডসেট এর দাম মাত্র ৫,৯৯৯ টাকা।