করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে দেশজুড়ে মার্চ মাস থেকে শুরু হয়েছিল লকডাউন। তারপর ক্রমে আনলক প্রক্রিয়া চালু হলেও পুরোপুরি ছাড় মেলেনি। এখনো অব্দি বেশীরভাগ রাজ্যে স্কুল কলেজ বন্ধ রয়েছে। এছাড়াও অনেক কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম চলছে। এই মুহূর্তে অনেকের কাজের জন্য বা পড়াশোনা করার জন্য বাজেট লেভেলের ল্যাপটপের অত্যন্ত প্রয়োজন পড়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা জনপ্রিয় ল্যাপটপ কোম্পানি Asus এর তিনটি বাজেট লেভেল ল্যাপটপ সম্বন্ধে জানাবো।
১) Asus EeeBook 12 Celeron:
Asus EeeBook 12 Celeron ল্যাপটপে ১১.৬ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। এই ল্যাপটপে ইন্টেল সেলেরণ ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ল্যাপটপে ৪ জিবির DDR3 র্যাম ও ১ টিবির EMMC স্টোরেজ ক্যাপাসিটি আছে। এই ল্যাপটপে ইন্টেল ইন্টিগ্রেটেড hd500 গ্রাফিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপ ৬৪ বিট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানী ল্যাপটপের ওপর ১ বছরের ওয়ারেন্টি দেবে। ল্যাপটপটি বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে মাত্র ১৭৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
২) Asus Celeron Dual Core:
Asus Celeron Dual Core ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। এই ল্যাপটপে ইন্টেল সেলেরণ ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ল্যাপটপে ৪ জিবির DDR4 র্যাম ও ১ টিবির হার্ড ড্রাইভ স্টোরেজ ক্যাপাসিটি আছে। এই ল্যাপটপে ইন্টেল ইন্টিগ্রেটেড UHD 600 গ্রাফিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপ ৬৪ বিট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানী ল্যাপটপের ওপর ১ বছরের ওয়ারেন্টি দেবে। ল্যাপটপটি বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে মাত্র ২০৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
৩) Asus Pentium Quad Core:
Asus Pentium Quad Core ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। এই ল্যাপটপে ইন্টেল পেন্টিয়াম কোয়ার্ড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ল্যাপটপে ৪ জিবির DDR4 র্যাম ও ১ টিবির হার্ড ড্রাইভ স্টোরেজ ক্যাপাসিটি আছে। এই ল্যাপটপে ইন্টেল ইন্টিগ্রেটেড UHD 605 গ্রাফিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপ ৬৪ বিট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানী ল্যাপটপের ওপর ১ বছরের ওয়ারেন্টি দেবে। ল্যাপটপটি বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে মাত্র ২৩৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।