ভারতের জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি নিয়ে চলে এলো একটি বিশাল বড় Clash Royale টুনামেন্ট। জানা গিয়েছে, Clash Royale এর সঙ্গে যুক্ত হয়ে রিলায়েন্স জিও এই নতুন টুর্নামেন্ট নিয়ে এসেছে এবং এটি চলবে দীর্ঘ ২৭ দিন ধরে।
আগামী ২৮ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে এবং ২৫ ডিসেম্বর অবধি এই গেমিং টুর্নামেন্ট চলবে। ২৮ নভেম্বর শুরু হওয়ার পরে Clash Royale টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচগুলি হবে ২১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে।
২৬ নভেম্বর থেকে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হবে এবং ১৯ ডিসেম্বর অবধি রেজিস্ট্রেশন চলবে। আপনাদের জানিয়ে রাখি, এই গেমিং টুর্ণামেন্টে অংশগ্রহণ করার জন্য আপনাদের কোনো রকম অতিরিক্ত ফি দিতে হবে না। আপনাদের শুধুমাত্র রেজিস্টার করতে হবে play.jiogames.com/clashroyale ওয়েবসাইটে গিয়ে। জিও এবং নন জিও উভয় ব্যবহারকারী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
JioGames Clash Royale টুর্নামেন্ট Supercell এর সাথে সহযোগিতার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এখানে আপনাকে আপনার স্কিল এবং স্ট্র্যাটেজি একসাথে প্রয়োগ করতে হবে। প্রত্যেক স্তরের গেমারদের ক্ষেত্রে এটি অত্যন্ত ভালো একটি সুযোগ নিজের প্রতিভা দেখানোর।
প্রত্যেক প্রতিযোগিকে নিজেদের মধ্যে ১ বনাম ১ গেমের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। সেখানে গিয়ে আপনারা অনেক বড় বড় পুরস্কার জিততে পারবেন। এছাড়াও প্রতি সপ্তাহে কিছু আকর্ষণীয় গিভ অ্যাওয়ে থাকবে। যিনি এই টুর্নামেন্ট জিততে পারবেন তাকে ‘ ইন্ডিয়া কা গেমিং চ্যাম্পিয়ন ‘ উপাধিতে ভূষিত করা হবে। Jio TV তে এই টুর্নামেন্টের ফাইনাল এবং সেমিফাইনাল টেলিকাস্ট করা হবে।