গত সেপ্টেম্বর মাসে ব্যান করা হয়েছিল জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। তারপর থেকে চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও বহু মানুষ এই গেমের বিভিন্ন বিদেশি ভার্শন খেলে চলেছেন। তাদের সাথেই আছেন ভারতের বেশকিছু ইউটিউবার যারা ভিপিএন সার্ভিস ব্যবহার করে PUBG Mobile KR এর লাইভ স্ট্রিমিং ভিডিও আপলোড করছেন। সূত্রের খবর, যারা যারা এখনো পাবজি মোবাইল গেম খেলে চলেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কিছুদিন আগেই ভারতীয় একজন ব্লগার চিঠিতে ইন্ডিয়ান গেমিং কমিউনিটির কাছে তথ্য দিয়ে উল্লেখ করেছিলেন, এখনো পর্যন্ত ভারতে বেশ ভালোভাবেই পাবজি মোবাইল খেলা হচ্ছে। তিনি ওই চিঠি নিয়ে আশংকা প্রকাশ করেছিলেন, যদি দ্রুত বন্ধ না করা যায় তাহলে কিন্তু সরকারের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পাবজি খেলোয়ারদের। চিঠিতে সরকারের বার্তা হিসেবে বলা হয়েছে, এই বার্তা সরাসরি সরকারের থেকে এসেছে। পাবজি মোবাইলের করিয়ান ভার্শন ভারতে ব্যান করা হয়েছে। তাই যদি আপনারা সেই ভার্শন খেলেন তাহলে সেটি কিন্তু অপরাধের মধ্যেই পড়ে।
অর্থাৎ যদি পাবজি মোবাইল না খেলে তার করিয়ান ভার্শন অর্থাৎ PUBG Mobile KR এখনো খেলে যান তাহলে, তাদের সতর্ক হবার কিন্তু সময় এসে গেছে। অন্য একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছিল, যারা ভিপিএন ব্যবহার করে গ্লোবাল অথবা করিয়ান ভার্শন এর পাবজি খেলে চলেছেন তাদেরকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। কারণ অনেকে ভাবেন, VPN ব্যবহার করলেই তাদের আইপি এড্রেস এবং ইন্টারনেট ইনকামিং প্যাক এনক্রিপশন লেয়ারে আটকে থাকে। ফলে তারা আর কখনোই ধরা পড়তে পারেন না। কিন্তু তেমনটা কিন্তু নয়।
এছাড়াও সেই রিপোর্টে জানানো হয়েছিল, ভারতীয় গেমারের একটা বিষয় বুঝতে ভুল করছেন, পাবজি মোবাইলের গ্লোবাল অথবা করিয়ান ভার্শনে ক্রস প্লে ফাংশনালিটি রয়েছে। অর্থাৎ যদি আপনারা পাবজি মোবাইলের গ্লোবাল ভার্সন ভিপিএন ব্যবহার করে খেলতে থাকেন তাহলে কিন্তু ঐ ক্রস প্লে ফাংশনালিটি অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ যদি আপনি ভিপিএন সার্ভিস ব্যবহার করে ওই ব্যান বাইপাস করেন, তাহলেও কিন্তু আপনি কেন্দ্রের নিয়ম ভঙ্গ করছেন। এবার যারা কেন্দ্রে নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।