আবারো ভারতের মার্কেটে আনুষ্ঠানিকভাবে কামব্যাক করতে চলেছে PUBG mobile। কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কিছুদিন আগে চিনা অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছিল। এর সাথে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল কেও ব্যান করা হয়েছিল। তবে আবারও ভারতে চালু হতে চলেছে এই গেমটি।
সম্প্রতি তারা ভারতের জন্য আলাদাভাবে এই গেম নিয়ে আসতে চলেছে। এই গেমের নাম হবে পাবজি মোবাইল ইন্ডিয়া। পাশাপাশি সপ্তাহ দুয়েক আগে জানা গিয়েছিল, এই গেম আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে। ভারতীয় বাজারের জন্য এই গেম বিশেষভাবে তৈরি হবে এবং এই গেম সম্পূর্ণ নিয়ম মাফিক হিসেবে বাজারে আসবে। পাশাপাশি সংস্থা জানিয়েছে, এই গেম ভারতীয় প্লেয়ারদের জন্য সব সময় সুরক্ষিত থাকবে। এবং অত্যন্ত স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখা হবে। পাশাপাশি, স্থানীয় ভিডিও গেম, বিনোদন এবং আইটি শিল্প গড়ে তুলতে এই গেম কোম্পানি দেশে বিনিয়োগ করতে চলেছে। এই নিয়ে তাদের পরিকল্পনা আর কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে।
তবে এবারে কোম্পানির তরফে এই গেমের লঞ্চের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে PUBG Mobile India আবারো ভারতে আসতে চলেছে। অ্যাপ্লিকেশন বাতিলের পর, পাবজি কর্পোরেশন তাদের সমস্ত গেমপ্লে নতুন করে তৈরি করে। পাশাপাশি, তারা ভারতের বিভিন্ন কর্মচারী নিয়োগ করার ঘোষণা করেছে। জানা গিয়েছে, এর জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে এই সংস্থা।