বেশ কিছু মাস আগে জাতীয় সুরক্ষা রক্ষার জন্য ভারত থেকে জনপ্রিয় পাবজি মোবাইল গেমটি ব্যান হয়ে গিয়েছিল। তারপর থেকেই গেমের মূল কোরিয়ান কোম্পানি গেমটি ভারতে লঞ্চ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে এবার ভারতে পাবজি মোবাইল লঞ্চ হয়ে যাবে। কিন্তু তা এখনো হয়নি। তাও এবার অপেক্ষার অবসান হতে চলেছে। তারিখ না জানা গেলেও পাবজি মোবাইল এবার ভারতে পাবজি মোবাইল ইন্ডিয়া নামে লঞ্চ করছে তা স্থির। এরই মধ্যে গেমটির বিভিন্ন আপডেট ফিচারস ফাঁস হয়ে যাচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এরই মধ্যে বেশ কিছু ইউটিউবার গেমটির গ্লোবাল ভার্সন ডাউনলোড করেছে। এবার লঞ্চের সময় যে সমস্ত গেমাররা গেমটি ডাউনলোড করবে তারা একটি ওয়েলকাম গিফট পাবে। ওয়েলকাম গিফটে কি পাওয়া যাবে তা জানা গিয়েছে ইউটিউবার দের কাছ থেকে। তারা জানিয়েছে গেমটি ডাউনলোড করলেই একটি রিওয়ার্ড ক্রেট পাওয়া যাবে যার মধ্যে থেকে গেমে আনারকলি হেড গিয়ার, আনারকলি সেট এবং একটি ক্লাসিক কুপন পাবে। এগুলোর মাধ্যমে গেমের অ্যাভাটারকে সাজানো যাবে।
তবে এই সমস্ত ওয়েলকাম গিফটের তথ্য পাওয়া গেছে কিছু ইউটিউবারের থেকে। যারা গেমটি গ্লোবাল বেটা ভার্সন ডাউনলোড করে পেয়েছে। বেটা ভার্সন হওয়াই গেমটি এখনো টেস্টিং পর্যায়ে রয়েছে। তাই ভারতে লঞ্চ হওয়ার পরেই গিফট পাওয়া যাবে তার কোন নিশ্চয়তা নেই। হয়তো লঞ্চের সময় এই গিফট পরিবর্তন হয়ে যেতে পারে। তবে খুব শীঘ্রই যে পাবজি মোবাইল ইন্ডিয়া ভারতে লঞ্চ হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
বর্তমানে পাবজি মোবাইল কোম্পানি ভারতের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি দপ্তরের সাথে বৈঠক করার অনুরোধ জানিয়েছে। যদিও এখনও অবধি দপ্তরে তরফ থেকে কোনো উত্তর আসেনি। পরিস্থিতি অনুযায়ী এখন পাবজি মোবাইল কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া লঞ্চ হতে পারবে না। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে অনুমতি দেয় সেটাই দেখার। গেমটি কোম্পানির তরফ থেকে পুরোপুরি তৈরি। একবার কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ হয়ে যাবে।