এবারে পাকাপাকিভাবে ভারতে আসতে চলেছে জনপ্রিয় মোবাইল গেম PUBG MOBILE। জানুয়ারি মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে ভারতে পুনরায় লঞ্চ করতে চলেছে এই ব্যাটেল রয়েল গেম। কোম্পানি একদম নয় একটি ট্রেইলার প্রকাশ করেছে তাদের ভারতে লঞ্চ হতে চলা গেমের। ইতিমধ্যে ইউটিউবে এই ট্রেলার ভাইরাল হয়ে গেছে। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারির মধ্যে ভারতে পুনরায় লঞ্চ হতে চলেছে PUBG Mobile India। কিছু পোস্টে জানা গিয়েছে,” এই গেমের নতুন টিজারে আপনারা জনপ্রিয় পাবজি খেলোয়াড়দের দেখতে পেতে চলেছেন।” এছাড়া অন্যান্য কিছু সোর্স থেকে জানা গিয়েছে, পাবজি মোবাইল ইন্ডিয়া আগামী মার্চ মাসে ভারতে আসতে চলেছে। তবে তার আগে ভারতে লঞ্চ হবে FAUG। তাই পাবজি মোবাইল চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভারতের তাদের গেম লঞ্চ করে দেবার নতুন ভাবে।
সাম্প্রতিক রিপোর্ট থেকে উঠে এসেছে, পাবজি মোবাইল ইন্ডিয়া তাদের টিমে আরো বেশ কয়েকজন মেম্বারকে যুক্ত করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই কোম্পানি কিন্তু ছেড়ে দিচ্ছে না আশা। অবশ্যই পাবজি মোবাইল ভারতে লঞ্চ হবে এবং আগামী কিছু সপ্তাহের মধ্যেই আপনারা আবারো পাবজি মোবাইল খেলতে পারবেন। ইতিমধ্যেই পাবজি মোবাইলের একটি নতুন রোড ম্যাপ নিয়ে আসা হয়েছে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাছে পাবজি মোবাইল রেজিস্টার হয়ে গেছে। এছাড়াও এই গেমে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা লগ্নি করা হয়ে গিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানি আরো জানিয়েছে, তারা ভারতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় ৭৪০ কোটি টাকার কাছাকাছি ) ইনভেস্ট করতে চলেছেন। বেঙ্গালুরুতে পাবজি কর্পোরেশনের ভারতীয় শাখার হেড অফিস তৈরি করা হয়েছে। এই ইন্ডিয়ান সাব ইউনিট পাবজি মোবাইল ইন্ডিয়ার সমস্ত সার্ভার ম্যানেজ করবে। কিছুদিন আগে LinkedIn এ পাবজি কর্পোরেশন ভারতের জন্য লোক নেওয়ার ঘোষণা করেছিল। সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ভারতে পুনরায় ফিরে আসতে চলেছে পাবজি মোবাইল।
তবে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডক্টর থেকে এখনো কিন্তু PUBG মোবাইল লঞ্চ করার পারমিশন দেওয়া হয়নি। প্রথমে তারা এই গেমের সমস্ত পলিসি চেক করবেন। তারপরে নতুন করে ভারতে পাবজি মোবাইল লঞ্চ করার ঘোষণা করবেন। যদিও, পাবজি কর্পোরেশনের কাছে কড়া বার্তা, এবারে যদি পাবজি মোবাইল ভারতে আসে তাহলে তাদেরকে কিন্তু ভারতের সমস্ত ধরনের সরকারি রুল এবং রেগুলেশন মেনে কাজ করতে হবে। যদিও একটি রিপোর্টে দাবি করা হচ্ছে জানুয়ারি মাসেই পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ হবে। সেখানেই অন্য একটি রিপোর্টে জানা যাচ্ছে এই লঞ্চ মার্চের আগে সম্ভব নয়। তবুও ভারতীয় গেমারদের জন্য আশার কথা হলো, আজ হোক বা কাল ফিরে আসছে PUBG Mobile।