ভারতে এখনো পর্যন্ত PUBG MOBILE INDIA এর লঞ্চের তারিখ সঠিকভাবে জানা যায়নি। কিন্তু ছোট ছোট খবর থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশন ভারতের লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই অ্যাপ্লিকেশনের ট্রেইলার বেরিয়ে গিয়েছে। একবার একটি ঝলকের জন্য এই অ্যাপ্লিকেশনের APK ইন্টারনেটে দেখা গিয়েছিল। এইবারে রিপোর্ট থেকে জানা গিয়েছে, TapTap অ্যাপ্লিকেশন স্টোরে এই অ্যাপ আরো একবার দৃশ্যমান হয়েছে। বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই অ্যাপ্লিকেশনের pre-registration শুরু হয়ে গিয়েছে সেই অ্যাপ স্টরে। তবে, বর্তমানের এই প্রী রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
যদিও, এই রেজিস্ট্রেশন পেজ সম্পূর্ণরূপে সঠিক নাও হতে পারে। এর কারণ হলো, এই ফার্ম এখনো পর্যন্ত গেমটির আগমনের ব্যাপারে কিছু সরাসরি জানায়নি। এও জানানো হয়নি যে, PUBG Mobile India ভারতে কবে লঞ্চ হবে। তাই এখনও পর্যন্ত কিছুই সঠিকভাবে জানা যাচ্ছে না। তাই অনেকের ধারণা, ভারতে পাবজি মোবাইল গেম এর উন্মাদনা ব্যবহার করার জন্য একটি অন্য লিঙ্ক ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
গত ২১ নভেম্বর তারিখে PUBG Mobile India গেমের কোম্পানি তৈরি করা হয়েছিল। এই পদক্ষেপের ফলে, অনেকটা স্পষ্ট হয়েছিল যে, PUBG Mobile india খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে।
এখনো পর্যন্ত রিলিজ না হলেও, PUBG Mobile India গেম এর জন্য ভারতবাসীর উন্মাদনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। সকলেই এই গেমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই পাবজি মোবাইল ইন্ডিয়া গেম এর ট্রেলার ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে, পাবজি মোবাইল ইন্ডিয়া ওয়েবসাইটের একটি ছবি বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়। ওই ভাইরাল ছবিতে দেখা গিয়েছিল PUBG Mobile India ওয়েবসাইটে APK ডাউনলোড লিংক এসেছে। ওই লিঙ্ক আসার পরেই, অনেকে আশাবাদী হন আর কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে PUBG Mobile India।