জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আবারো ভারতে লঞ্চ হতে চলেছে। কিছুদিন আগে নরেন্দ্র মোদি সরকার এই গেমটি কে ভারত থেকে ব্যান করে দিয়েছিল। কিন্তু তারপরে, ভারতের সমস্ত শর্ত মেনে নিয়ে নতুন করে ভারতে প্রবেশ করতে চলেছে পাবজি মোবাইল। তবে এবারে ভারতের পাবজি মোবাইল একটু আলাদা হবে। ভারতের জন্য স্পেশাল ভাবে পাবজি মোবাইল কে নিয়ে আসা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, ভারতে পাবজি মোবাইল একটি দুর্দান্ত কাম ব্যাক করতে চলেছে। এবং এর জন্য তারা নতুন নতুন ফিচার তাদেরকে যুক্ত করতে চলেছে।
সর্বশেষ রিপোর্ট থেকে জানা গিয়েছে, এবারে PUBG মোবাইল ইন্ডিয়া লঞ্চ হবার সঙ্গে সঙ্গে সেখানে থাকতে চলেছে ৬ কোটি টাকার প্রাইজ পুল। টিয়ার ১ এর টিম গুলির ক্ষেত্রে এবারে পাবজি মোবাইল ইন্ডিয়াতে ৬ কোটি টাকার প্রাইজ পুল থাকবে এবং সঙ্গেই থাকবে ন্যূনতম ৪০,০০০ থেকে ২ লক্ষ টাকার স্যালারি।
এছাড়াও, সর্বাধিক ফুট ট্রাভেল ডিসটেন্স, সর্বাধিক হেড শট এর সংখ্যা এর ভিত্তিতে আলাদা আলাদা স্পেশাল ক্যাটেগরি তৈরি করা হবে। এই ক্যাটাগরিতেও আপনারা ক্যাশ প্রাইজ দিতে পারেন। টুইটার থেকে জানা গিয়েছে, ২৪ নভেম্বরে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে। ই প্রেস কনফারেন্সে প্রাইজ পুল এর সম্পূর্ণ ব্যাপারটি আমাদের সামনে চলে আসবে।
এছাড়াও কয়েকটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য পাবজি মোবাইল কর্পোরেশন ইতিমধ্যেই প্রী রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে দিয়েছে। ২ দিন আগে, এই বহু প্রতীক্ষিত গেমের একটি ট্রেলার রিলিজ হয়েছিল এই গেমের TapTap পেজে। যদিও, সেই ট্রেলার অনেকে ভুয়ো বলে দাবি করছেন। তবে, তার আগে পাবজি মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাপ ডাউনলোড এর লিঙ্ক দেখা গিয়েছিল। সকলে না দেখতে পেলেও কিছু কিছু ব্যবহারকারীর কাছে এই লিঙ্ক প্রকাশ্যে এসেছিল। তার পরেই বোঝা গিয়েছিল পাবজি মোবাইল ইন্ডিয়া আর কিছুদিনের মধ্যেই ভারতে কাম ব্যাক করতে চলেছে।