ভিয়েতনামের 111 Dots স্টুডিওর গেম Garena Free Fire এর গেমে এবারে একটি নতুন ক্যারেক্টার আসতে চলেছে। এ ক্যারেক্টার টি তৈরি করা হয়েছে বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন এর মত করে। ভারতে চলতে থাকা চীন বিরোধী কর্মসূচির পরিপ্রেক্ষিতে কিছুদিন আগেই ব্যান করা হয়েছিল ভারতের সবথেকে জনপ্রিয় গেম এবং Garena Free Fire এর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী PubG মোবাইলকে। এই গেমটি ব্যান্ হয়ে যাবার পরেই অন্যান্য ব্যাটেল রয়েল গেম গুলি ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়াতে শুরু করে। এই তালিকা তে সব থেকে উপরের দিকের নাম Garena Free Fire এর।
পাবজি মোবাইলের মতো গ্যারেনা ফ্রী ফায়ার গেমে ও আপনাকে একটি জায়গার মধ্যে নামিয়ে দেওয়া হবে যেখানে আরো ৪৯ জন খেলোয়াড় থাকবে। তাদের সঙ্গে লড়ে আপনাকে শেষ পর্যন্ত বেঁচে থাকতে হবে। তবে এই গেমটি PUBG এর থেকে কিছুটা আলাদা, এবং এখানে আপনারা অতিরিক্ত সারভাইভাল এবিলিটি যুক্ত বেশকিছু ক্যারেক্টার ব্যবহার করতে পারেন।
এবার গ্যারেনা ফ্রী ফায়ার গেমে একটি নতুন ক্যারেক্টার যুক্ত হতে চলেছে যার নাম ‘JAI’ এবং এটিকে তৈরি করা হয়েছে একেবারে বলিউড তারকা হৃত্বিক রোশনের আদলে। একটি নতুন ইন গেম ক্যাম্পেইন চালু করা হয়েছে এখানে যার নাম Be The Hero, এবং এখানেই আপনারা ঋত্বিক রোশনের বিশেষ ক্যারেক্টার JAI কে দেখতে পাবেন। খেলোয়াড়রা এই ক্যারেক্টার টিকে ব্যবহার করে খেলতে পারেন।
হৃত্বিক রোশন একটি স্টেটমেন্টে জানিয়েছেন,” আমি নিজে এই ফ্রী ফায়ার ইউনিভার্সের একজন সদস্য হতে পেরে খুবই আপ্লুত। এই ক্যারেক্টার টি অত্যন্ত সুন্দর দেখতে। এবং আমি আশা করি, এই ক্যারেক্টার ব্যবহার করে সকলে ভালো খেলতে পারবেন।”
ভারতীয় মার্কেট থেকে পাবজি মোবাইল ব্যান হয়ে যাওয়ার পরে ভারতের মার্কেট দখল করার জন্য Garena Free Fire বর্তমানে ভারতকে কেন্দ্র করে বেশ কিছু নতুন আপডেট নিয়ে আসছে। কিছুদিন আগেই বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমার ঘোষণা করেছেন যে তিনি, ভারতের তৈরি ব্যাটেল রয়েল গেম নিয়ে আসতে চলেছেন আর কিছুদিনের মধ্যে যার নাম হবে Fau-G। তাই এই দুই গেমের মধ্যে বর্তমানে বেশ ভালো প্রতিযোগিতা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।