এই সেপ্টেম্বরের শুরুর দিকে ব্যান করে দেওয়া হয়েছিল অত্যন্ত জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। তারপরে নানা পোস্টে PUBG মোবাইলের আবার ভারতে ব্যাক করার বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকবার। সম্প্রতি একটি পোষ্ট দেখা গিয়েছিল যাতে জানা গিয়েছিল যে ভারতীয় ছাড়পত্র পেলেই পাবজি মোবাইল আবার ভারতে ফিরতে চলেছে। এবারে পাবজি মোবাইল একেবারে ভারতের জন্য আলাদা করে ডিজাইন করা হয়েছে।
কিন্তু আদৌ কি পাবজি কর্পোরেশন ভারতের ছাড়পত্র পেয়েছে? কোন দিকে যাচ্ছে ভারতে পাবজি মোবাইল লঞ্চ এর ভবিষ্যৎ। এই বিষয় নিয়ে দুটি মিডিয়া রিপোর্ট সম্পূর্ণ আলাদা আলাদা বক্তব্য তুলে ধরেছে। এই মিডিয়া রিপোর্ট সামনে আসার পরেই পাবজি মোবাইল হিরে জল্পনা আবারও নতুন করে উঠেছে। একটি রিপোর্ট বলছে ডিসেম্বরের শুরুতে আসছে পাবজি মোবাইল। আবার অন্য রিপোর্টের বক্তব্য, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পায়নি পাবজি মোবাইল।
তবে জানা গিয়েছে PUBG ইন্ডিয়ার রেজিস্ট্রেশন এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, দেশের গেমিং সেক্টরের কথা মাথায় রেখে তারা ৭৪০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যে ভারতে চলে আসবে পাবজি মোবাইল।
কিন্তু অন্য একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাবজি কর্পোরেশনের কাছে আসেনি। তার আগেই নতুন করে বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন ব্যান করেছে ভারত সরকার। এই কারণে এখনও অপেক্ষা করা ছাড়া পাবজি প্রেমীদের কাছে আর কোন রাস্তা তো নেই। এখনো পর্যন্ত পাবজি মোবাইল ইন্ডিয়া কামিং সুন পর্যায়ে রয়ে গিয়েছে।