ভারত সরকার ব্যবহারকারীদের প্রাইভেসি এবং সিকিউরিটি কে আরো সুরক্ষিত করার জন্য এই বছর বেশ কিছু চাইনিজ অ্যাপ্লিকেশন কে ব্যান করে দিয়েছিল। এই তালিকাটি ছিল অন্যতম জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। এই গেম এর উপরে ব্যান পরার পরবর্তীতে ব্যবহারকারীদের আরো ভালো এক্সপেরিয়েন্স দেবার জন্য Fau-G গেম ভারতের মার্কেটে লঞ্চ করতে চলেছে। কিছুদিন আগে থেকে এই গেমের রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেছে এবং মাত্র তিন দিনের মধ্যে ১০ লক্ষ্য মানুষ এই গেম রেজিস্টার করেছেন। এবারে এই গেমের লঞ্চ ডেট সামনে চলে এসেছে।
একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Fau-G গেম আনুষ্ঠানিকভাবে ভারতে এই মাসে লঞ্চ করবে। ডিসেম্বরের শেষের দিকে ব্যবহারকারীরা এই গেম খেলতে পারবেন। Fau-G এর ডেভলপার কোম্পানী এই গেমের লঞ্চের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি। তবে pre-registration এবং নতুন রিপোর্ট থেকে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই গেম ভারতে আসছে।
জানিয়ে রাখি, Fau-G গেমের ডেভেলপার কোম্পানি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য শেয়ার করে জানিয়েছেন, মাত্র ৩ দিনে ১০ লক্ষ মানুষ এই গেমটি রেজিস্টার করেছেন। অর্থাৎ বলা যেতে পারে লঞ্চের আগে এই গেম অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। যদি আপনিও এই গেম আগে থেকে রেজিস্টার করতে চান তাহলে চটজলদি চলে যান গুগল প্লে স্টোরে।