Latest Posts

প্রি রেজিস্ট্রেশন শুরু Fau-G গেমের, দেখে নিন কিভাবে করবেন

ভারতে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করে যাবে জনপ্রিয় মোবাইল মাল্টিপ্লেয়ার গেম PUBG Mobile। তবে তার আগে এই ব্যাটেল রয়েল গেমের ভারতীয় বিকল্প Fau-G এর প্রী রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল আজকে থেকে। সেপ্টেম্বর মাসে এই গেম প্রথমবার দেখা গিয়েছিল এবং তারপর থেকে ধীরে ধীরে এই গেমের জনপ্রিয়তা বেড়েছে। বিশেষত, এই গেমের ডেভেলপমেন্ট এর পিছনে রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পাবজি মোবাইলের ভক্তরা মনে করছেন এই গেমটি পাবজির সবথেকে ভালো বিকল্প হিসেবে উঠে আসবে।

কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছিল নভেম্বর মাসে এই গেমটি রিলিজ করার কথা ছিল। তবে, টেকনিক্যাল কিছু সমস্যার কারনে এই গেম একটু দেরিতে লঞ্চ করা হবে। তবে তার আগে এই গেমের pre-registration চালু হয়ে গেল। আপনারা গো বর্তমানে গুগল প্লে স্টোরে গিয়ে Fau-G গেমের রেজিস্ট্রেশন করতে পারেন।

তবে এই রেজিস্ট্রেশন চালু হয়ে যাওয়ার পরে, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়িই গেম ভারতে আসবে। ভারতীয় আর্মি এবং ভারতের আত্মমর্যাদা কে খুব ভালোভাবে এই গেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গ্রাফিক্স এবং এনিমেশন এর মাধ্যমে খেলোয়াড়দের ভারতীয় জওয়ানদের কাহিনী শোনানো হবে।

এছাড়াও এখানে খেলোয়াড়রা ভারতের উত্তর প্রান্তের সীমান্তে ঘটা সংঘর্ষের কিছু কিছু অংশ দেখতে পারবেন। তাই যদি আপনি পাবজি মোবাইল গেম এর কোন ভারতীয় বিকল্প খুঁজে থাকেন তাহলে তাড়াতাড়ি গুগল প্লে স্টোরে গিয়ে Fau-G গেমের রেজিষ্ট্রেশন সেরে ফেলুন।

Latest Posts

টেক নিউজ