লাদাখ সীমান্তে চীনা সৈন্যের ভারতীয় সৈন্যের ওপর অতর্কিত আক্রমণের পর থেকেই ভারতে বারে বারে ব্যান হয়েছে একাধিক চিনা অ্যাপ। তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। আর পাবজি মোবাইল ব্যান হওয়ার পর থেকে আত্মপ্রকাশ করেছে ভারতীয়দের তৈরি FAU-G গেম। এখন ভারতীয়দের মধ্যে চরম উত্তেজনা আছে যে কেমন হবে FAU-G গেম। আবার সবচেয়ে বড় কথা এই গেমটি লঞ্চ করেছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।
এবার FAU-G গেম কবে লঞ্চ হবে সেই নিয়ে ঘোষণা করলো কোম্পানি। তারা জানিয়েছে, চলতি বছরে সাধারণতন্ত্র দিবসের দিনে লঞ্চ হবে FAU-G। ইতিমধ্যেই ডিসেম্বর থেকে গেমটির প্রী রেজিস্ট্রেশন চালু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার নিজে গেমটির অ্যানথেম লঞ্চ করল। অক্ষয় কুমার তার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ গেমটির অ্যানথেম প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, “সমস্যা দেশের ভিতরে হোক কিংবা সীমান্তে ভারতের এই বুক চিতিয়ে দাঁড়ায়। এরা আমাদের সুরক্ষার জন্য কাউকে ভয় পায় না।”
ভারত-চীন সীমান্তের অস্বস্তির পর দুই দেশের সম্পর্কে গভীর ফাটল পড়েছে। চীনের বিরুদ্ধে ভারত ডিজিটাল স্ট্রাইক শুরু করে দিয়েছে। এরই মধ্যে মোট চার দফায় ২০০ এর বেশি চিনা এক নিষিদ্ধ করেছে ভারত সরকার। তার মধ্যেই ছিল জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। পাবজি মোবাইল ব্যান হওয়ার পর থেকেই ভারতীয় গেমাররা তার বিকল্প খুঁজছে। এবার জানুয়ারি মাসে তাদের জন্যই আসছে দেশপ্রেম ও ভারতীয় জওয়ানদের গেম FAU-G।