Zepp Z স্মার্টওয়াচ হয়ে গেল লঞ্চ, আছে ৩০ দিনের ব্যাটারি ব্যাকআপ

টেক কোম্পানি Huami সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের সব থেকে ভালো স্মার্ট ওয়াচ Zepp Z। এটি বর্তমানে আমেরিকাতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টওয়াচের ডায়াল একেবারে গোল। এছাড়াও এখানে আপনি SpO2 সেন্সর পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি রক্তের অক্সিজেন লেভেল চেক করতে পারবেন। অন্যদিকে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর আপনি করতে পারবেন। এছাড়া, এই স্মার্টওয়াচে ৩৪০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সাথেই আছে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট । এই স্মার্টওয়াচের ওজন মাত্র ৪০ গ্রাম।

স্পেসিফিকেশন:

Zepp Z স্মার্ট ওয়াচে ১.৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে রেজোলিউশন ৪৫৪×৪৫৪ পিক্সেল। এই স্মার্টওয়াচে মাইক্রোফোন এবং আলেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয়েছে। এর সাথে আপনি কানেক্টিভিটির জন্য পাবেন ব্লুটুথ, জিপিএস এবং গ্লোনাস। এছাড়াও অ্যান্ড্রয়েড ৫.০ এবং আইওএস ১০.০ এর ওপর এর সমস্ত অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করে এই ঘড়ি। অন্য ফিচারের মধ্যে রয়েছে ১২ টি স্পোর্ট মোড। এর মধ্যেই আছে ওয়াকিং, সুইমিং, সাইকেলিং এর মত অ্যাক্টিভিটি।

এই স্মার্ট ওয়াচ PPG বায়ো ট্রাকিং সেন্সরের সাথে আসছে এবং সাথেই অপটিক্যাল সেনসর দেওয়া হয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচে জিও ম্যাগনেটিক সেন্সর, জায়রোস্কোপ সেন্সর, ক্যাপাসিটিভ সেন্সর, এয়ার প্রেসার সেনসর, অ্যাক্সেলেরোমিটার এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেনসর সাপোর্ট পাবেন।

Zepp Z স্মার্ট ওয়াচে ৩৪০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখানে ওয়ারলেস ম্যাগনেটিক চার্জার ব্যবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, এই স্মার্টওয়াচের ব্যাটারি ৩০ দিনের জন্য ব্যাকআপ দিতে পারে। এছাড়া এই ব্যাটারি ফুল চার্জ হতে ২.৫ ঘন্টা সময় লাগে।

দাম: 

Zepp Z স্মার্ট ওয়াচ এর দাম ৩৪৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৬,০০০ টাকার কাছাকাছি। আপনারা এই ঘড়ি পাবেন শুধু মাত্র সিঙ্গেল লেদার ব্রাউন স্ট্র্যাপ বিকল্পে। ভারতে এই ঘড়ি লঞ্চ হতে পারে তবে কবে তা এখনো জানা যায়নি।